নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ধানমন্ডি কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। অভিযোগ উঠেছে, পুলিশের লাঠিপেটা ও আটকের দৃশ্য ধারণ করায় দুই সাংবাদিক লাঞ্ছিত করেছে পুলিশ।
আজ রোববার দেড়টার দিকে এই ঘটনা ঘটে। তবে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেনের দাবি তিনি এমন কোনো ঘটনা শোনেনি।
ভুক্তভোগী সাংবাদিকেরা হলেন—বেসরকারি টিভি চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ইনামুল কবীর রুপম এবং অনলাইন গণমাধ্যমের অপরাধ বিষয়ক প্রতিবেদক খলিলুর রহমান।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক লতিফ রানা জানিয়েছেন, সাংবাদিকেরা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) সংবাদ সম্মেলন শেষে বের হচ্ছিলেন। ওই সময় পুলিশ কয়েকজন ছাত্রকে ধরে মারধর করে গাড়িতে তুলেছিল। এ সময় খলিলুর রহমান ঘটনার ভিডিও ও ছবি ধারণ করার চেষ্টা করেন। এতে পেছন থেকে এক পুলিশ সদস্য তাঁর গলার আইডি কার্ড ও মোবাইল কেড়ে নেন। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও সেই পুলিশ সদস্য কোনো কথা না শুনে তাঁকে গাড়িতে তোলেন। খলিলকে গাড়িতে তোলার সময় পাশ দিয়ে যাচ্ছিলেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ইনামুল হক রুপম। তারা পুলিশকে বাধা দেন। পরে খলিলকে ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তোপের মুখে পড়েন পুলিশ সদস্যরা। অবস্থা বেগতিক দেখে দ্রুত সেখান থেকে গাড়ি নিয়ে সটকে পড়েন তারা।
লতিফ আরও বলেন, ‘খলিলকে মারধর করে গাড়িতে তোলার সময় চ্যানেল আই এর ক্যামেরাম্যান সেই ভিডিও ধারণ করার জন্য এগিয়ে গেলে তাকেও বাধা দেওয়া হয়। এরপর সাংবাদিক এনামুল হক রুপম পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে মোবাইল ফোনটি দিতে বাধ্য করেন।’
ভুক্তভোগী খলিলুর রহমান জানান, সিটি কলেজ ও ধানমন্ডি কলেজের শিক্ষার্থীদের মধ্যে গন্ডগোলের সূত্র ধরে পুলিশ কিছু ছাত্রকে মারধর করে গাড়িতে তুলছিল। ছাত্রদের মারধর করে গাড়িতে তোলার দৃশ্য দেখে তিনি ছবি ও ভিডিও ধারণ করার চেষ্টা করেন। কিন্তু কয়েকজন পুলিশ সদস্য তাঁকে বাধা দেন এবং এই অজুহাতে তাঁকে মারধর করেন। এরপর তাঁরা আইডি কার্ড ও মোবাইল কেড়ে নেন।
এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি ইকরাম হোসেন বলেন, ‘এমন ঘটনা এখনো শুনিনি। সেই এলাকার কোনো পুলিশ সদস্য আমাকে বিষয়টি অবগত করেনি।’
এদিকে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।
রাজধানীর ধানমন্ডি কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। অভিযোগ উঠেছে, পুলিশের লাঠিপেটা ও আটকের দৃশ্য ধারণ করায় দুই সাংবাদিক লাঞ্ছিত করেছে পুলিশ।
আজ রোববার দেড়টার দিকে এই ঘটনা ঘটে। তবে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেনের দাবি তিনি এমন কোনো ঘটনা শোনেনি।
ভুক্তভোগী সাংবাদিকেরা হলেন—বেসরকারি টিভি চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ইনামুল কবীর রুপম এবং অনলাইন গণমাধ্যমের অপরাধ বিষয়ক প্রতিবেদক খলিলুর রহমান।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক লতিফ রানা জানিয়েছেন, সাংবাদিকেরা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) সংবাদ সম্মেলন শেষে বের হচ্ছিলেন। ওই সময় পুলিশ কয়েকজন ছাত্রকে ধরে মারধর করে গাড়িতে তুলেছিল। এ সময় খলিলুর রহমান ঘটনার ভিডিও ও ছবি ধারণ করার চেষ্টা করেন। এতে পেছন থেকে এক পুলিশ সদস্য তাঁর গলার আইডি কার্ড ও মোবাইল কেড়ে নেন। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও সেই পুলিশ সদস্য কোনো কথা না শুনে তাঁকে গাড়িতে তোলেন। খলিলকে গাড়িতে তোলার সময় পাশ দিয়ে যাচ্ছিলেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ইনামুল হক রুপম। তারা পুলিশকে বাধা দেন। পরে খলিলকে ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তোপের মুখে পড়েন পুলিশ সদস্যরা। অবস্থা বেগতিক দেখে দ্রুত সেখান থেকে গাড়ি নিয়ে সটকে পড়েন তারা।
লতিফ আরও বলেন, ‘খলিলকে মারধর করে গাড়িতে তোলার সময় চ্যানেল আই এর ক্যামেরাম্যান সেই ভিডিও ধারণ করার জন্য এগিয়ে গেলে তাকেও বাধা দেওয়া হয়। এরপর সাংবাদিক এনামুল হক রুপম পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে মোবাইল ফোনটি দিতে বাধ্য করেন।’
ভুক্তভোগী খলিলুর রহমান জানান, সিটি কলেজ ও ধানমন্ডি কলেজের শিক্ষার্থীদের মধ্যে গন্ডগোলের সূত্র ধরে পুলিশ কিছু ছাত্রকে মারধর করে গাড়িতে তুলছিল। ছাত্রদের মারধর করে গাড়িতে তোলার দৃশ্য দেখে তিনি ছবি ও ভিডিও ধারণ করার চেষ্টা করেন। কিন্তু কয়েকজন পুলিশ সদস্য তাঁকে বাধা দেন এবং এই অজুহাতে তাঁকে মারধর করেন। এরপর তাঁরা আইডি কার্ড ও মোবাইল কেড়ে নেন।
এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি ইকরাম হোসেন বলেন, ‘এমন ঘটনা এখনো শুনিনি। সেই এলাকার কোনো পুলিশ সদস্য আমাকে বিষয়টি অবগত করেনি।’
এদিকে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।
পুরোনো ঋণগ্রহীতা সদস্যদের বয়স ৬৫ হলে তাঁকে নতুন করে আর ঋণ দেয় না বেসরকারি সংস্থা আশা। তবে তাদের দেওয়া হচ্ছে এককালীন ১৫ হাজার টাকা। এই টাকাটিকে অবসর ভাতা বলছে আশা। ২০১৮ সাল থেকে এমন কার্যক্রম শুরু করেছে দেশের বৃহত্তম ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী এই বেসরকারি সংস্থাটি। তাতে খুশি দীর্ঘদিনের পুরোনো স
১৪ মিনিট আগেখুলনায় আগামী ৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের জেলা ইজতেমা। তাবলিগ জামাতের আয়োজনে ময়ূরী আবাসিক এলাকায় এই ইজতেমা অনুষ্ঠিত হবে। যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।
২৫ মিনিট আগেবগুড়ায় মাকে হত্যা মামলায় গ্রেপ্তার ছেলে সাদ বিন আজিজুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার সিনিয়র জেলা দায়রা জজ মো. শাজাহান কবির জামিন আবেদন মঞ্জুর করেন। বগুড়ার আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
২৭ মিনিট আগেঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন বন্ধ হয়ে যাওয়া দুই কারখানার শ্রমিকেরা। এ ছড়া শ্রমিকেরা ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরোনো অংশের মূল ফটকে অবস্থান নেন। আজ বুধবার বেলা ৩টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের সড়কে অবস্থা
৩২ মিনিট আগে