সাকরাইন ঘিরে পুরান ঢাকায় ঘুড়ি কেনার ধুম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
শাঁখারী বাজারে ছোট-বড় সবার মাঝে চলছে ঘুড়ি কেনার ধুম। ছবি: আজকের পত্রিকা

সাকরাইনকে ঘিরে রাজধানীর পুরান ঢাকার শাঁখারী বাজারে ছোট-বড় সবার মাঝে চলছে ঘুড়ি কেনার ধুম। আকাশে ঘুড়ি উড়িয়ে আগামীকাল মঙ্গলবার সাকরাইন পালিত হবে। বাংলা মাসের পৌষ মাসের শেষ দিনকে সাকরাইন উৎসব হিসেবে পালন করা হয়।

পুরান ঢাকায় সাকরাইন উৎসব বর্তমানে সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সবাই মেতে ওঠে এ উৎসবে। দিনভর ঘুড়ি উড়ানো হলেও সন্ধ্যার পর বাসার ছাদে ডিজে গানসহ আরও নানা আয়োজন করা হয়। পুরান ঢাকার অনেক স্থানীয় বাসিন্দা ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করলেও তারা এ দিনকে কেন্দ্র করে সাকরাইন উৎসবে অংশ নেন। ঢাকার অন্য এলাকার বাসিন্দারাও সাকরাইন উপভোগ করতে পুরান ঢাকায় ভিড় করেন।

প্রতিবছর সাধারণত শাঁখারী বাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গেন্ডারিয়া, তাঁতীবাজার, গোয়ালনগর, জুরাইন, লালবাগ ও এর আশপাশের এলাকাগুলোতে এই সাকরাইন উদ্‌যাপিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত