গাজীপুর প্রতিনিধি
প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান মিয়া বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুধবার রাতে আদালত থেকে হেলেনা জাহাঙ্গীরের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। জামিনের কাগজপত্র যাচাই-বাছাই করে আজ (বৃহস্পতিবার) বেলা পৌনে ১১টায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।’
এর আগে গত ২০ মার্চ প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন। একই সঙ্গে প্রত্যেকের দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সাজা দেওয়া হয়। রায়ের দিন সশরীরে আদালত উপস্থিত না থাকায় বিচারক তাঁর বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরে ২ নভেম্বর হেলেনা জাহাঙ্গীর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন চাইলে তাঁকে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন এবং ১৫ নভেম্বর শুনানির জন্য তারিখ ঠিক করেন। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে তাঁকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।
পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল মহানগর দায়রা জজ আদালতে হেলেনার জামিন আবেদনের শুনানি হয়। মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। ফলে ১৩ দিন কারাভোগের পর আজ তিনি মুক্তি পেয়েছেন। বন্দী অবস্থায় তিনি রাইটার হিসেবে কাজ করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৯ জুলাই রাতে ঢাকার গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে চারটি মামলা করা হয়। সেসব মামলায় তাঁকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। পরে নভেম্বরে জামিনে মুক্তি পান হেলেনা।
এর আগে ২ আগস্ট পল্লবী থানায় জনৈক সাংবাদিক বাদী হয়ে তাঁর বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ২৯ ডিসেম্বর হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শাহিনুর ইসলাম অভিযোগ দাখিল করেন। এ মামলায় হেলেনা ছাড়াও টিভির জেনারেল ম্যানেজার হাজেরা খাতুন, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ারকে সাজা দেন আদালত।
প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান মিয়া বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুধবার রাতে আদালত থেকে হেলেনা জাহাঙ্গীরের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। জামিনের কাগজপত্র যাচাই-বাছাই করে আজ (বৃহস্পতিবার) বেলা পৌনে ১১টায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।’
এর আগে গত ২০ মার্চ প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন। একই সঙ্গে প্রত্যেকের দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সাজা দেওয়া হয়। রায়ের দিন সশরীরে আদালত উপস্থিত না থাকায় বিচারক তাঁর বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরে ২ নভেম্বর হেলেনা জাহাঙ্গীর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন চাইলে তাঁকে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন এবং ১৫ নভেম্বর শুনানির জন্য তারিখ ঠিক করেন। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে তাঁকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।
পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল মহানগর দায়রা জজ আদালতে হেলেনার জামিন আবেদনের শুনানি হয়। মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। ফলে ১৩ দিন কারাভোগের পর আজ তিনি মুক্তি পেয়েছেন। বন্দী অবস্থায় তিনি রাইটার হিসেবে কাজ করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৯ জুলাই রাতে ঢাকার গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে চারটি মামলা করা হয়। সেসব মামলায় তাঁকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। পরে নভেম্বরে জামিনে মুক্তি পান হেলেনা।
এর আগে ২ আগস্ট পল্লবী থানায় জনৈক সাংবাদিক বাদী হয়ে তাঁর বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ২৯ ডিসেম্বর হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শাহিনুর ইসলাম অভিযোগ দাখিল করেন। এ মামলায় হেলেনা ছাড়াও টিভির জেনারেল ম্যানেজার হাজেরা খাতুন, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ারকে সাজা দেন আদালত।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১৮ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৩ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে