নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে ট্রেন ও প্রাইভেট কারের সংঘর্ষে মো. ইউসুফ আলী (৩০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও পাঁচজন আহত হয়। নিহত ইউসুফ আলী শিবপুরের দত্তেরগাঁও এলাকার বাসিন্দা।
আহতরা হলেন দত্তেরগাঁও এলাকার মৃত আবু হানিফার ছেলে মোকাররম মিয়া (২৬), একই এলাকার প্রবাসফেরত মাহবুব মিয়া, মাসুম মিয়ার ছেলে মো. রেদুয়ান (৯), মো. আবদুল্লাহ (১২) ও পলাশের চরসিন্দুর এলাকার মৃত আনিস মিয়ার ছেলে আল আমিন মিয়া (৪৩)।
স্থানীয়রা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় স্টেশনের পূর্ব পাশের ক্রসিং দিয়ে প্রাইভেট কারটি রাস্তা পার হতে চাইলে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি রেল লাইনের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত হন আরও পাঁচজন। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে যায়। অন্যদিকে, রেলওয়ে পুলিশ গিয়ে নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনেরা বলেন, দুই মাস আগে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন মাহবুব। ছুটি শেষ হওয়ায় পুনরায় সিঙ্গাপুরের ফ্লাইট ধরার উদ্দেশ্যে স্বজনদের নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন তিনি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, ওই প্রাইভেট কারে থাকা ছয়জনের মধ্যে একজন বিদেশগামী ছিলেন। তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, ওই রেলক্রসিং অরক্ষিত ছিল।
নরসিংদীর পলাশে ট্রেন ও প্রাইভেট কারের সংঘর্ষে মো. ইউসুফ আলী (৩০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও পাঁচজন আহত হয়। নিহত ইউসুফ আলী শিবপুরের দত্তেরগাঁও এলাকার বাসিন্দা।
আহতরা হলেন দত্তেরগাঁও এলাকার মৃত আবু হানিফার ছেলে মোকাররম মিয়া (২৬), একই এলাকার প্রবাসফেরত মাহবুব মিয়া, মাসুম মিয়ার ছেলে মো. রেদুয়ান (৯), মো. আবদুল্লাহ (১২) ও পলাশের চরসিন্দুর এলাকার মৃত আনিস মিয়ার ছেলে আল আমিন মিয়া (৪৩)।
স্থানীয়রা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় স্টেশনের পূর্ব পাশের ক্রসিং দিয়ে প্রাইভেট কারটি রাস্তা পার হতে চাইলে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি রেল লাইনের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত হন আরও পাঁচজন। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে যায়। অন্যদিকে, রেলওয়ে পুলিশ গিয়ে নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনেরা বলেন, দুই মাস আগে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন মাহবুব। ছুটি শেষ হওয়ায় পুনরায় সিঙ্গাপুরের ফ্লাইট ধরার উদ্দেশ্যে স্বজনদের নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন তিনি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, ওই প্রাইভেট কারে থাকা ছয়জনের মধ্যে একজন বিদেশগামী ছিলেন। তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, ওই রেলক্রসিং অরক্ষিত ছিল।
নূর মোহাম্মদ বলেন, কাটার পর সেদিনই ধান মাড়াই করে দেখা যায়, শুকনো ওজনে হেক্টরপ্রতি ফলন ৫ দশমিক ৮ মেট্রিক টন। বিঘাপ্রতি ফলন ১৯ মণ। চালের হিসাবে হেক্টরপ্রতি ফলন হবে ৩ দশমিক ৮৯ মেট্রিক টন। নূর ধান-২ পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১২৬ সেন্টিমিটার। গড় কুশির সংখ্যা ১২ দশমিক ৫টি। ছড়ার গড় দৈর্ঘ্য গড় ২৬ সেন্টিমি
৮ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার হোসেন সোয়েটার কারখানা সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগেঝালকাঠির নলছিটিতে মোশাররফ হোসেন তালুকদার (৭০) নামের এক ব্যক্তিকে আট দিন ধরে আটকে রেখে জমি লিখে নেওয়ার চেষ্টা করেছেন তাঁর দুই মেয়ে। খবর পেয়ে গতকাল বুধবার রাতে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে স্থানীয় প্রশাসন তাঁকে উদ্ধার করে।
২২ মিনিট আগেমাদারীপুরের শিবচরে বাড়ির পাশের পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় বাড়ির পাশের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
৩২ মিনিট আগে