নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্য বিলোপ আইন পাস ও স্থায়ী আবাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। বুধবার রাজধানীর প্রেসক্লাবে বৈষম্য বিলোপ আইন পাস, গোপীবাগে রেলওয়ে হরিজন কলোনি উচ্ছেদ বন্ধ ও স্থায়ী আবাসনসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব নির্মল চন্দ্র দাস। লিখিত বক্তব্যে তিনি ৬ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে বৈষম্য বিলোপ আইন পাস, সব জেলা-উপজেলা এবং শহর ও ইউনিয়নে বাসস্থানের ব্যবস্থা করা, ৮০ শতাংশ কোটার যথাযথ বাস্তবায়ন, লিখিত পরীক্ষা শিথিল ও আউটসোর্সিং বাতিল করা।
তিনি বলেন, ‘আমরা যখন মন্ত্রণালয় বা অন্য কোথাও, যাই তখন আমাদের ঢুকতে দেওয়া হয় না। আমরা যদি কোথাও দোকান খুলি, সেখানেও হরিজন বলে নানা সমস্যার সম্মুখীন হই। হরিজনদের জন্য যে কোটা সরকার নির্ধারণ করে দিয়েছে, তা থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। এসব নিয়োগ নিয়ে ঘুষ বাণিজ্য হচ্ছে। পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে লিখিত পরীক্ষার নামে হরিজনদের বঞ্চিত করা হচ্ছে। দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে একজন পরিচ্ছন্নতাকর্মীকে মাত্র ১ হাজার ৪০০ থেকে ৩ হাজার টাকা বেতন দেওয়া হয়। এটা দিয়ে কি চলা যায়?’
গোপীবাগ থেকে আসা এক হরিজন নারী বলেন, ‘আমাদের দুঃখের কথা শোনার কেউ নাই, আমাদের কোথাও ঠাঁই নাই।’
হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ লাল বলেন, ‘হরিজনদের উচ্ছেদের আগে তাদের পুনর্বাসন করতে হবে। দক্ষিণ সিটি করপোরেশনে অনেক হরিজনের চাকরি চলে যাচ্ছে। আমরা মেয়রের সঙ্গে সাক্ষাৎ চেয়েও পাইনি।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি লেবু বাশকর, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক বিমল ডোম ও হরিজন ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক আকাশ বাশকরসহ অন্যরা।
বৈষম্য বিলোপ আইন পাস ও স্থায়ী আবাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। বুধবার রাজধানীর প্রেসক্লাবে বৈষম্য বিলোপ আইন পাস, গোপীবাগে রেলওয়ে হরিজন কলোনি উচ্ছেদ বন্ধ ও স্থায়ী আবাসনসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব নির্মল চন্দ্র দাস। লিখিত বক্তব্যে তিনি ৬ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে বৈষম্য বিলোপ আইন পাস, সব জেলা-উপজেলা এবং শহর ও ইউনিয়নে বাসস্থানের ব্যবস্থা করা, ৮০ শতাংশ কোটার যথাযথ বাস্তবায়ন, লিখিত পরীক্ষা শিথিল ও আউটসোর্সিং বাতিল করা।
তিনি বলেন, ‘আমরা যখন মন্ত্রণালয় বা অন্য কোথাও, যাই তখন আমাদের ঢুকতে দেওয়া হয় না। আমরা যদি কোথাও দোকান খুলি, সেখানেও হরিজন বলে নানা সমস্যার সম্মুখীন হই। হরিজনদের জন্য যে কোটা সরকার নির্ধারণ করে দিয়েছে, তা থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। এসব নিয়োগ নিয়ে ঘুষ বাণিজ্য হচ্ছে। পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে লিখিত পরীক্ষার নামে হরিজনদের বঞ্চিত করা হচ্ছে। দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে একজন পরিচ্ছন্নতাকর্মীকে মাত্র ১ হাজার ৪০০ থেকে ৩ হাজার টাকা বেতন দেওয়া হয়। এটা দিয়ে কি চলা যায়?’
গোপীবাগ থেকে আসা এক হরিজন নারী বলেন, ‘আমাদের দুঃখের কথা শোনার কেউ নাই, আমাদের কোথাও ঠাঁই নাই।’
হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ লাল বলেন, ‘হরিজনদের উচ্ছেদের আগে তাদের পুনর্বাসন করতে হবে। দক্ষিণ সিটি করপোরেশনে অনেক হরিজনের চাকরি চলে যাচ্ছে। আমরা মেয়রের সঙ্গে সাক্ষাৎ চেয়েও পাইনি।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি লেবু বাশকর, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক বিমল ডোম ও হরিজন ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক আকাশ বাশকরসহ অন্যরা।
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
২০ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
৩ ঘণ্টা আগে