পি কে হালদারকে ফিরিয়ে আনতে সহযোগিতা করা হচ্ছে: আইজিপি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২২, ২০: ০৯
Thumbnail image

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পলাতক এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে হালদার) হালদারকে ফিরিয়ে আনতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সহযোগিতার অংশ হিসেবে ভারতীয় ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে আল মানার হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ কনস্টেবল জনিকে দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ এ কথা বলেন।

পি কে হালদারকে গ্রেপ্তার করেছে ভারতীয় অর্থসংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। তাঁকে দেশে ফিরিয়ে আনতে কোনো উদ্যোগ আছে কি না, জানতে চাইলে বেনজীর আহমেদ বলেন,  ‘মূলত এটি তার (পি কে হালদার) বিরুদ্ধে দুদকের মামলা। আমরা দুদককে সহযোগিতা করছি। ইতিমধ্যে এনসিবির মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ ছাড়া সে দেশ থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এনসিবির মাধ্যমে গ্রেপ্তারের চেষ্টা করেছিলাম। আর এখন আমাদের সঙ্গে ভারতের এনসিবির যোগাযোগ আছে।’ 

উল্লেখ্য, ১৪ মে ভারতের পশ্চিমবঙ্গ থেকে পি কে হালদারকে গ্রেপ্তার করেছে দেশটির অর্থনৈতিক গোয়েন্দা বাহিনী-ইডি। নাম বদলে দেশটিতে অবস্থান করছিলেন তিনি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুদকের অনুরোধে ভারতের অর্থসংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী পি কে হালদার ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত