ঢাবি প্রতিনিধি
রড, বাঁশ ও দেশীয় অস্ত্র হাতে মিছিল নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে যাচ্ছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, শাহবাগ ও নীলক্ষেত এলাকায় এমন চিত্র দেখা যায়।
শাহবাগ মোড়ে আওয়ামী লীগের শাহবাগ থানার নেতা-কর্মীদের জড়ো হতে দেখা যায় ৷ সেখানে নেতা-কর্মীদের হাতে বাঁশ, লাঠি, হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। মানিক হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মী জানান, দলের হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের ওপর কোনো আঘাত করা হলে আমরা যেন তা প্রতিরোধ করতে পারি, তাই প্রস্তুতি নিয়ে রেখেছি।
সরেজমিনে দেখা যায়, ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা রড হাতে বের হয়েছেন। টিএসসি, শহীদ মিনার ও দোয়েল চত্বর মোড়ে আওয়ামী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীদের লাঠি, বাঁশ, হকিস্টিক, পাইপ, হেলমেটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থাকেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ ছাড়া, ছাত্রলীগের নেতা-কর্মীদের ফেসবুক ওয়ালে লাঠি হাতে বিভিন্ন ক্যাপশন দিতে দেখা যায়। কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ তানজীর আরাফাত তুষার লাঠি হাতে ফেসবুকে লেখেন—সময়ের প্রয়োজনে আরও একবার.........
এদিকে ডিএমপির পক্ষ থেকে নির্দেশনায় বলা হয়েছে, সমাবেশে ব্যানারের আড়ালে কোনো ধরনের লাঠিসোঁটা বা রডসদৃশ কোনো কিছু ব্যবহার করা যাবে না। তবে লাঠি, রড ও দেশীয় অস্ত্র ব্যবহার করার বিষয়টি অস্বীকার করছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা ক্যাম্পাসেও অবস্থান করবে, সমাবেশেও যাবে। কোনো ধরনের লাঠিসোঁটা নেওয়ার নির্দেশনা নাই, তবে আমাদের হাতে জাতীয় পতাকা থাকবে। জাতীয় পতাকার জন্য নেওয়া বস্তুকে আপনি (সাংবাদিক) লাঠি হিসেবে দেখেছেন।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
রড, বাঁশ ও দেশীয় অস্ত্র হাতে মিছিল নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে যাচ্ছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, শাহবাগ ও নীলক্ষেত এলাকায় এমন চিত্র দেখা যায়।
শাহবাগ মোড়ে আওয়ামী লীগের শাহবাগ থানার নেতা-কর্মীদের জড়ো হতে দেখা যায় ৷ সেখানে নেতা-কর্মীদের হাতে বাঁশ, লাঠি, হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। মানিক হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মী জানান, দলের হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের ওপর কোনো আঘাত করা হলে আমরা যেন তা প্রতিরোধ করতে পারি, তাই প্রস্তুতি নিয়ে রেখেছি।
সরেজমিনে দেখা যায়, ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা রড হাতে বের হয়েছেন। টিএসসি, শহীদ মিনার ও দোয়েল চত্বর মোড়ে আওয়ামী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীদের লাঠি, বাঁশ, হকিস্টিক, পাইপ, হেলমেটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থাকেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ ছাড়া, ছাত্রলীগের নেতা-কর্মীদের ফেসবুক ওয়ালে লাঠি হাতে বিভিন্ন ক্যাপশন দিতে দেখা যায়। কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ তানজীর আরাফাত তুষার লাঠি হাতে ফেসবুকে লেখেন—সময়ের প্রয়োজনে আরও একবার.........
এদিকে ডিএমপির পক্ষ থেকে নির্দেশনায় বলা হয়েছে, সমাবেশে ব্যানারের আড়ালে কোনো ধরনের লাঠিসোঁটা বা রডসদৃশ কোনো কিছু ব্যবহার করা যাবে না। তবে লাঠি, রড ও দেশীয় অস্ত্র ব্যবহার করার বিষয়টি অস্বীকার করছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা ক্যাম্পাসেও অবস্থান করবে, সমাবেশেও যাবে। কোনো ধরনের লাঠিসোঁটা নেওয়ার নির্দেশনা নাই, তবে আমাদের হাতে জাতীয় পতাকা থাকবে। জাতীয় পতাকার জন্য নেওয়া বস্তুকে আপনি (সাংবাদিক) লাঠি হিসেবে দেখেছেন।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৩ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৪ ঘণ্টা আগে