ফেরির মাস্টার হুমায়ূনের বেঁচে ফেরার আশা ক্ষীণ, কেবিনেই আটকে আছে বলে ধারণা

হরিরামপুর ও মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৫: ২৫
Thumbnail image

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরি ডুবির ঘটনায় তৃতীয় দিনে চলছে উদ্ধার অভিযান। তবে আজ শুক্রবার দুপুর বারোটা পর্যন্ত নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবিরের সন্ধান মেলেনি। অপেক্ষায় প্রহর গুনছে তাঁর পরিবার। 

এদিকে বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ‘নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবির এখনো নিখোঁজ। ধারণা করা হচ্ছে, তিনি ডুবে যাওয়া ফেরিতেই আটকে আছেন।’ 

একদিকে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের ফেরি উদ্ধারে সক্ষমতা নেই। দুই দিনে হামজা ও রুস্তম উদ্ধার জাহাজ দিয়ে তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। ২৫০ টন ওজনের উদ্ধার জাহাজ প্রত্যয় আসলে মূল কাজ শুরু হবে। আজ তৃতীয় দিনে হামজা ও রুস্তম উদ্ধার কাজ করছে। 

অন্যদিকে নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবিরের সন্ধান তৃতীয় দিনেও মেলেনি। হুমায়ুন কবিরের ভাই রফিকুল ইসলাম বলেন, ‘তিন দিন হলো আমার ভাইয়ের খোঁজ এখনো পেলাম না। আমরা নদীতে ট্রলার দিয়ে অনেক খুঁজেছি। এখন নদীর পাড়ে তাকিয়ে আছি। মনে হয় নিজেই নদীতে ঝাঁপ দিই। তিনটি ট্রাক তুলল অথচ আমার ভাই উদ্ধার হলো না। আসলে তারা কীভাবে খুঁজছে বুঝতেছি না।’ 

রজনীগন্ধা ফেরির নিখোঁজ সহকারী ইঞ্জিনচালক হুমায়ন কবির, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে। তার ইয়াসিন নামের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। 

নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফ. শাহ পরাণ ইমন বলেন, নৌবাহিনীর ডুবুরি দলসহ ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর প্রায় ৫০ জন কাজ করে যাচ্ছে। আজ পর্যন্ত দুইটি ট্রাক আর একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত