জবিতে কাওয়ালির আসর 

জবি প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২: ৪৭
Thumbnail image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণবিপ্লবের সফলতা ও নয়া আজাদি’ উদ্‌যাপনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে কাওয়ালির আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত চলে এই আসর। 

কাওয়ালি প্রোগ্রামে চারটি দল কাওয়ালি পরিবেশন করে। সেগুলো হলো—নিমন্ত্রণ, সাওয়ারী, সিলসিলা ও উস্তাদ নাদিম কাওয়ালের দল। পুরোটা সময় কাওয়ালির সুরে মেতে ছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদের কণ্ঠে কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’ পরিবেশন করা হয়।  

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌসিব মাহমুদ সোহান বলেন, ‘বিগত স্বৈরাচারের আমলে আমাদের কাওয়ালির স্বাধীনতাও ছিল না। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ২০২২ সালের ৬ জানুয়ারি ঢাবি টিএসসিতে কাওয়ালির অনুষ্ঠানে ছাত্রলীগের হামলাও আমরা প্রত্যক্ষ করেছি, যা আমাদের মতো কাওয়ালিপ্রেমিকদের মনে ক্ষতের সৃষ্টি করেছিল। আর এখন স্বাধীনতার যে সুবাস চারদিকে ছড়িয়ে পড়েছে, সেটা আরও উপভোগ্য করে তোলার জন্য আমাদের এই কাওয়ালির আয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত