গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় ভোটকেন্দ্র দখল করে সিল মারতে না দেওয়ায় চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের নিক্ষেপ করা ইট পাটকেলে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়ি।
আহত দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল শামীম ও সাদ্দাম হোসেন।
আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে হোসেন্দী উচ্চ বহুমুখী বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটকেন্দ্র দখল করে ব্যালটে সিল মারা এবং ব্যালট ছেঁড়ার অভিযোগে দুপুর ২টা থেকে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে প্রশাসন। দেড় ঘণ্টা পরে সাড়ে তিনটার দিকে ভোট গ্রহণ চালু করা হলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকেরা জোরপূর্বক কেন্দ্রে প্রবেশের দখল করার চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালালে সংঘর্ষ হয়। তখন হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হন দুই পুলিশ সদস্য।
আত্মরক্ষার্থে পুলিশ এবং বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করে। এ সময়ের রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। আতঙ্কিত হয়ে মানুষ দোকানপাট বন্ধ করে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। যারা পুলিশের ওপর হামলা চালিয়েছে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।’
মুন্সিগঞ্জের গজারিয়ায় ভোটকেন্দ্র দখল করে সিল মারতে না দেওয়ায় চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের নিক্ষেপ করা ইট পাটকেলে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়ি।
আহত দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল শামীম ও সাদ্দাম হোসেন।
আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে হোসেন্দী উচ্চ বহুমুখী বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটকেন্দ্র দখল করে ব্যালটে সিল মারা এবং ব্যালট ছেঁড়ার অভিযোগে দুপুর ২টা থেকে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে প্রশাসন। দেড় ঘণ্টা পরে সাড়ে তিনটার দিকে ভোট গ্রহণ চালু করা হলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকেরা জোরপূর্বক কেন্দ্রে প্রবেশের দখল করার চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালালে সংঘর্ষ হয়। তখন হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হন দুই পুলিশ সদস্য।
আত্মরক্ষার্থে পুলিশ এবং বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করে। এ সময়ের রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। আতঙ্কিত হয়ে মানুষ দোকানপাট বন্ধ করে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। যারা পুলিশের ওপর হামলা চালিয়েছে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।’
নেত্রকোনার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় হারুন মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত হারুন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রইছউদ্দিনের ছেলে।
১১ মিনিট আগেপদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রেলপথে পরীক্ষামূলক ট্রেনের ট্রায়েল শেষ হয়েছে। আজ রোববার ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে খুলনা পৌঁছায় বেলা ১টা ১০ মিনিটে। পরীক্ষামূলক ট্রেনটির এটি তৃতীয় ট্রায়েল।
২২ মিনিট আগেবগুড়ায় আন্দোলনে নিহত রিপন ফকিরের মরদেহ আদালতের নির্দেশে তিন মাস ২০ দিন পর কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হবে।
২৯ মিনিট আগে১৭ দিন কারা ভোগের পর পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭.৬৫ এমএম পিস্তল–গুলিসহ গ্রেপ্তার বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান এই জামিন মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে