Ajker Patrika

অগ্নিকাণ্ডের পর দায় চাপানোর জন্য ছুতো খোঁজে কর্তৃপক্ষ: এমএসএফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মার্চ ২০২৪, ২১: ৫৪
অগ্নিকাণ্ডের পর দায় চাপানোর জন্য ছুতো খোঁজে কর্তৃপক্ষ: এমএসএফ

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ এ পর্যন্ত ৪৬ জনের নিহত হয়েছেন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এ ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর শোক প্রকাশ করছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান করে দায়ী সংস্থা ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে। 

আজ শুক্রবার এমএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এমএসএফ মনে করে এই হৃদয়বিদারক ও মর্মান্তিক অগ্নিকাণ্ড মানুষের মনে শোক ও চরম ক্ষোভের সঞ্চার করেছে। কোনো ভবন বা প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা এই প্রথম নয়। ঘটনা ঘটে যাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের দায় অন্যের ওপর চাপানোর লক্ষ্যে নানা অজুহাত ও দোষত্রুটি খোঁজার চেষ্টা চালায়। 

এমএসএফ মনে করে, প্রকৃত অর্থে কর্তৃপক্ষের নজরদারি ও যথাযথ পদক্ষেপের অভাবে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা ঘটছে এবং এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। 

অপর দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে মালিকেরা আইনি নির্দেশনা না মেনে দোকান ও কারখানা পরিচালনা করছেন উল্লেখ করে এমএসএফ জানিয়েছে, এ ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস কর্তৃক পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনে সাধুবাদ জানানোর পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানানো হচ্ছে। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য এমএসএফ দাবি জানাচ্ছে। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত