নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ভিন্ন ভিন্ন হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদসহ ছয়জনকে ভিন্ন ভিন্ন মেয়াদে ফের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পৃথক পৃথক আদেশে এই রিমান্ড মঞ্জুর করেন।
অন্যরা হলেন—সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সম্প্রতি অব্যাহতি পাওয়া রিয়ার অ্যাডমিরাল ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান সোহায়েল আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। প্রত্যেককেই তৃতীয় মেয়াদে রিমান্ডে নেওয়া হলো।
ছয়জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকার আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান।
রোববার সকাল ৭টায় লালবাগ থানায় দায়ের করা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে টুকু, জয় ও সোহায়েলকে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাদের ফের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আক্কাস মিয়া। আহমেদ হোসেন, সৈকত ও পলককে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আক্কাস আলী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি তিনজনকে তিন দিন করে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
পরে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ভিন্ন ভিন্ন মামলায় আহমেদ হোসেন, তানভীর হাসান সৈকত ও জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত ওই আবেদন মঞ্জুর করেন। এরপর রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদালত প্রত্যেকের ভিন্ন ভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।
এই ছয়জনকে গত ২৫ আগস্ট খালিদ হাসান হত্যা মামলায় সাত দিন করে রিমান্ডে নেওয়া হয়।
টুকু, জয় ও সোহায়েল ৩ দিনের রিমান্ডে
শামসুল হক টুকু, আরিফ খান জয় ও সোহায়েল আহমেদকে লালবাগের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আবার সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আক্কাস মিয়া। অন্যদিকে তাঁদের পক্ষে রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন আইনজীবী। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৮ জুলাই বিকেল ৬টায় লালবাগ থানাধীন আজিমপুর সরকারি আবাসিক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হন আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় বলা হয়, আসামিদের যোগসাজশ ও উসকানিমূলক বক্তব্য এবং সরাসরি নির্দেশে গুলি চালানো হয়। এ ঘটনায় খালিদ হাসান সাইফুল্লার বাবা কামরুল হাসান বাদী হয়ে লালবাগ থানায় শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিপরিষদের সদস্য ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন।
টুকুকে ১৪ আগস্ট, জয়কে ১৯ আগস্ট ও সোহায়েলকে ২০ আগস্ট গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরদিন প্রত্যেককে ভিন্ন ভিন্ন মামলায় প্রথম দফার রিমান্ডে নেওয়া হয়। এ নিয়ে তৃতীয় দফা রিমান্ডে নেওয়া হলো তিনজনকে।
আহমেদ ও সৈকত ৩ দিনের রিমান্ডে
রাজধানীর আদাবর থানায় দায়ের করা পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একই আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার এসআই মিন্টু চন্দ্র বণিক। আদালত প্রথমে গ্রেপ্তার দেখান, পরে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদাবর থানায় দায়ের করা পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। গত ২২ আগস্ট পোশাকশ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে ছাত্র-জনতার প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছোড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান তিনি।
মামলায় আসামির তালিকায় দল হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বাংলাদেশ তাঁতি লীগ, বাংলাদেশ কৃষক লীগ, বাংলাদেশ মৎস্যজীবী লীগের নামও রয়েছে।
আহমেদ হোসেনকে গত ২০ আগস্ট এবং সৈকতকে গত ১৪ আগস্ট গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরদিনই তাঁদের ভিন্ন ভিন্ন হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। এ নিয়ে এই দুজনকেও তৃতীয় দফা রিমান্ডে নেওয়া হলো।
দুই মামলায় ৬ দিনের রিমান্ডে পলক
সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দুই মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
রাজধানীর সূত্রাপুরে ইমরান হোসেন কাউসার ও ওমর ফারুক হত্যা মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করে সূত্রাপুর থানার পুলিশ। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে বাড্ডা থানার সুমন সিকদার হত্যা মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন বাড্ডা থানার পুলিশ। ওই মামলায়ও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পলককে গত ১৪ আগস্ট রাজধানীর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে তৃতীয় দফা রিমান্ডে নেওয়া হলো।
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ভিন্ন ভিন্ন হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদসহ ছয়জনকে ভিন্ন ভিন্ন মেয়াদে ফের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পৃথক পৃথক আদেশে এই রিমান্ড মঞ্জুর করেন।
অন্যরা হলেন—সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সম্প্রতি অব্যাহতি পাওয়া রিয়ার অ্যাডমিরাল ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান সোহায়েল আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। প্রত্যেককেই তৃতীয় মেয়াদে রিমান্ডে নেওয়া হলো।
ছয়জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকার আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান।
রোববার সকাল ৭টায় লালবাগ থানায় দায়ের করা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে টুকু, জয় ও সোহায়েলকে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাদের ফের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আক্কাস মিয়া। আহমেদ হোসেন, সৈকত ও পলককে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আক্কাস আলী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি তিনজনকে তিন দিন করে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
পরে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ভিন্ন ভিন্ন মামলায় আহমেদ হোসেন, তানভীর হাসান সৈকত ও জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত ওই আবেদন মঞ্জুর করেন। এরপর রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদালত প্রত্যেকের ভিন্ন ভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।
এই ছয়জনকে গত ২৫ আগস্ট খালিদ হাসান হত্যা মামলায় সাত দিন করে রিমান্ডে নেওয়া হয়।
টুকু, জয় ও সোহায়েল ৩ দিনের রিমান্ডে
শামসুল হক টুকু, আরিফ খান জয় ও সোহায়েল আহমেদকে লালবাগের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আবার সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আক্কাস মিয়া। অন্যদিকে তাঁদের পক্ষে রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন আইনজীবী। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৮ জুলাই বিকেল ৬টায় লালবাগ থানাধীন আজিমপুর সরকারি আবাসিক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হন আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় বলা হয়, আসামিদের যোগসাজশ ও উসকানিমূলক বক্তব্য এবং সরাসরি নির্দেশে গুলি চালানো হয়। এ ঘটনায় খালিদ হাসান সাইফুল্লার বাবা কামরুল হাসান বাদী হয়ে লালবাগ থানায় শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিপরিষদের সদস্য ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন।
টুকুকে ১৪ আগস্ট, জয়কে ১৯ আগস্ট ও সোহায়েলকে ২০ আগস্ট গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরদিন প্রত্যেককে ভিন্ন ভিন্ন মামলায় প্রথম দফার রিমান্ডে নেওয়া হয়। এ নিয়ে তৃতীয় দফা রিমান্ডে নেওয়া হলো তিনজনকে।
আহমেদ ও সৈকত ৩ দিনের রিমান্ডে
রাজধানীর আদাবর থানায় দায়ের করা পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একই আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার এসআই মিন্টু চন্দ্র বণিক। আদালত প্রথমে গ্রেপ্তার দেখান, পরে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদাবর থানায় দায়ের করা পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। গত ২২ আগস্ট পোশাকশ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে ছাত্র-জনতার প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছোড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান তিনি।
মামলায় আসামির তালিকায় দল হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বাংলাদেশ তাঁতি লীগ, বাংলাদেশ কৃষক লীগ, বাংলাদেশ মৎস্যজীবী লীগের নামও রয়েছে।
আহমেদ হোসেনকে গত ২০ আগস্ট এবং সৈকতকে গত ১৪ আগস্ট গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরদিনই তাঁদের ভিন্ন ভিন্ন হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। এ নিয়ে এই দুজনকেও তৃতীয় দফা রিমান্ডে নেওয়া হলো।
দুই মামলায় ৬ দিনের রিমান্ডে পলক
সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দুই মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
রাজধানীর সূত্রাপুরে ইমরান হোসেন কাউসার ও ওমর ফারুক হত্যা মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করে সূত্রাপুর থানার পুলিশ। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে বাড্ডা থানার সুমন সিকদার হত্যা মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন বাড্ডা থানার পুলিশ। ওই মামলায়ও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পলককে গত ১৪ আগস্ট রাজধানীর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে তৃতীয় দফা রিমান্ডে নেওয়া হলো।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৪ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
১ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
১ ঘণ্টা আগে