মঙ্গলবার দুপুর দেড়টায় বিক্ষোভ করবে ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি
Thumbnail image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দেড়টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্রলীগ। 

কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফাতাহুল ইসলাম পান্থ বিষয়টি নিশ্চিত করেছেন। 

পান্থ বলেন, ‘বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই, আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরি এবং সাধারণ শিক্ষার্থী ও নেতা-কর্মীদের ওপর বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ দুপুর দেড়টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ ও সমাবেশ করবে।’ 

একই সঙ্গে সারা দেশে এ বিক্ষোভ ও সমাবেশ হবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত