ঢামেক প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রাকচাপায় রায়হান সরকার (২৮) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। রায়হান খিলক্ষেত থানায় পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খিলক্ষেত থানা পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
পুলিশ সদস্য রায়হানের বড় ভাই মো. কাওসার আলী বলেন, তাদের গ্রামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সরাইল গ্রামে। স্ত্রী বিথী আক্তারকে নিয়ে খিলক্ষেত কুড়াতলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন রায়হান। তিনি খিলক্ষেত থানায় কর্মরত ছিলেন। তার বাবা আবদুস সোবাহানও পুলিশ সদস্য ছিলেন। রায়হান ২০১৬ সালে পুলিশে যোগ দিয়েছিলেন। গতরাতে কুড়াতলি এলাকায় রায়হানের রাত্রীকালীন ডিউটি ছিল।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, রায়হান খিলক্ষেত থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। কুড়িল বিশ্বরোডের কুড়াতলী এলাকায় রাত্রীকালীন ডিউটিতে ছিলেন। গতকাল রাত ১২টার দিকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পরে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাক রেখে চালক পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রাকচাপায় রায়হান সরকার (২৮) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। রায়হান খিলক্ষেত থানায় পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খিলক্ষেত থানা পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
পুলিশ সদস্য রায়হানের বড় ভাই মো. কাওসার আলী বলেন, তাদের গ্রামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সরাইল গ্রামে। স্ত্রী বিথী আক্তারকে নিয়ে খিলক্ষেত কুড়াতলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন রায়হান। তিনি খিলক্ষেত থানায় কর্মরত ছিলেন। তার বাবা আবদুস সোবাহানও পুলিশ সদস্য ছিলেন। রায়হান ২০১৬ সালে পুলিশে যোগ দিয়েছিলেন। গতরাতে কুড়াতলি এলাকায় রায়হানের রাত্রীকালীন ডিউটি ছিল।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, রায়হান খিলক্ষেত থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। কুড়িল বিশ্বরোডের কুড়াতলী এলাকায় রাত্রীকালীন ডিউটিতে ছিলেন। গতকাল রাত ১২টার দিকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পরে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাক রেখে চালক পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৩ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
৭ মিনিট আগেকিশোরগঞ্জে সাবেক জেলা প্রশাসক পরিচয়ের প্রভাব খাটিয়ে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার শহরের গৌরাঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন ছোট ভাই আ. করিম মোল্লা।
২০ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে কৃষক স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে রাজধানীর হাজী ক্যাম্প রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগে