কিশোরগঞ্জ প্রতিনিধি
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, ‘আমাদের সৌভাগ্য এ জেলায় (কিশোরগঞ্জ) তিনটি মেডিকেল কলেজ আছে। কিন্তু তারপরও কেন আমাদের ঢাকা যেতে হয়? আমরা কেন নির্ভরতার জায়গায় পৌঁছাতে পারছি না? এ বিষয়ে জনপ্রতিনিধিদের নিয়ে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
আজ মঙ্গলবার কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল বর্জ্য প্রক্রিয়াকরণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, ‘কিশোরগঞ্জে যারা চিকিৎসা করাতে আসে তারা অধিকাংশই গরিব মানুষ। চিকিৎসার নামে এসব গরিব মানুষের রক্ত চুষে খেতে হলে চিন্তা-ভাবনা করতে হবে।’
তিনি বলেন, ‘আমার কাছে অভিযোগ আসে ইদানীং ক্লিনিকগুলোতে ভুল চিকিৎসা হচ্ছে। আমরা যারা এ রিলেটেড কাজ করি, তাদের আরও সাবধান হতে হবে। এমন অভিযোগও আছে, এনেস্থিসিয়া কোনো ডাক্তার দেয়নি, ওয়ার্ড বয় দিয়েছে। এ ধরনের অভিযোগ যদি আরও আসে, আমরা সোচ্চার হব। আমরা কাউকে ছাড় দেব না।’
প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. আ. ন. ম নৌশাদ খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন। এতে মেডিকেল কলেজ ও বিভিন্ন ক্লিনিকের প্রতিনিধিরা অংশ নেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, ‘আমাদের সৌভাগ্য এ জেলায় (কিশোরগঞ্জ) তিনটি মেডিকেল কলেজ আছে। কিন্তু তারপরও কেন আমাদের ঢাকা যেতে হয়? আমরা কেন নির্ভরতার জায়গায় পৌঁছাতে পারছি না? এ বিষয়ে জনপ্রতিনিধিদের নিয়ে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
আজ মঙ্গলবার কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল বর্জ্য প্রক্রিয়াকরণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, ‘কিশোরগঞ্জে যারা চিকিৎসা করাতে আসে তারা অধিকাংশই গরিব মানুষ। চিকিৎসার নামে এসব গরিব মানুষের রক্ত চুষে খেতে হলে চিন্তা-ভাবনা করতে হবে।’
তিনি বলেন, ‘আমার কাছে অভিযোগ আসে ইদানীং ক্লিনিকগুলোতে ভুল চিকিৎসা হচ্ছে। আমরা যারা এ রিলেটেড কাজ করি, তাদের আরও সাবধান হতে হবে। এমন অভিযোগও আছে, এনেস্থিসিয়া কোনো ডাক্তার দেয়নি, ওয়ার্ড বয় দিয়েছে। এ ধরনের অভিযোগ যদি আরও আসে, আমরা সোচ্চার হব। আমরা কাউকে ছাড় দেব না।’
প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. আ. ন. ম নৌশাদ খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন। এতে মেডিকেল কলেজ ও বিভিন্ন ক্লিনিকের প্রতিনিধিরা অংশ নেন।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৪ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৫ ঘণ্টা আগে