Ajker Patrika

১১ বছরের বিচারাধীন মামলায় বিএনপির ১১৫ নেতা–কর্মীকে খালাস

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২০: ১৪
১১ বছরের বিচারাধীন মামলায় বিএনপির ১১৫ নেতা–কর্মীকে খালাস

মুন্সিগঞ্জের শ্রীনগরের নাশকতা মামলায় ১১ বছর ধরে বিচারাধীন থাকা বিএনপির ১১৫ নেতা–কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ রোববার মুন্সিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জশিতা ইসলাম এ আদেশ দেন। 

আদালতের বেঞ্চ সহকারী ইমরান হাওলাদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রীনগরে একটি নাশকতা মামলায় ১১৫ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। আজ বেশির ভাগ আসামি আদালতে উপস্থিত ছিলেন।’

এর আগে মামলার চার্জশিটে অনেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের পূর্বে অব্যাহতি দিলেও তদন্ত সাপেক্ষে মামলায় ১১৫ জনকে আসামি শ্রেণিভুক্ত করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ নভেম্বর শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় হরতালের সময় উপজেলা বিএনপির সভাপতি মমিন আলীর নেতৃত্বে নেতা–কর্মীরা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কে অবস্থান নিতে থাকে। 

এ সময় সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ কর্মকাণ্ডের লক্ষ্যে পুলিশের বাধা অগ্রাহ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। ওই সময় তিনটি ককটেল ও একটি পেট্রলবোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৯ রাউন্ড রাবার বুলেট বর্ষণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

এ ঘটনায় এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৮০ জনকে এজাহার নামীয় আসামি শ্রেণিভুক্ত করে শ্রীনগর থানার মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি শ্রেণিভুক্ত আরও অন্যান্য আসামিদের মামলায় আটক করা হয়। চার্জশিটে কিছুসংখ্যক আসামিদের নাম বাদ দিলেও মামলার ১১৫ জন আসামি থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত