নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার সাদেক খান রোড এলাকায় স্বামী শামীম মিয়াকে (৪০) কুপিয়ে হত্যা করেন স্ত্রী বানু বেগম (৩১)। তিনি নিজেই বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে জানান। বানু বেগম জানান, তিনি তাঁর স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন, এখন তিনি আত্মসমর্পণ করতে চান।
আজ বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে। শামীম-বানু দুজনেরই এটি দ্বিতীয় সংসার ছিল। দুই-তিন মাস আগে তাঁরা বিয়ে করেন। বিয়ের তিন মাস না যেতেই এমন ঘটনা ঘটল।
বাড়ির মালিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শামীম ও রানু মাত্র তিন দিন আগে ভাড়া বাসায় ওঠেন। তাঁদের বাসায় কোনো আসবাব ছিল না। গতকাল বুধবার রাত ১০টা থেকে তাঁদের দুজনের ঝগড়া শুরু হয়। যা গভীর রাত পর্যন্ত চলে। এই ঝগড়ার একপর্যায়ে রুমে থাকা বঁটি দিয়ে শামীমের পিঠে, গলা ও ঘাড়ে আঘাত করেন স্ত্রী বানু। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে শামীমকে কুপিয়ে হত্যা করেন বানু। এ ছাড়া ঘটনার অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, সেটি আরও খতিয়ে দেখা হবে।
জানা গেছে, শামীম মিয়ার আগের সংসারে স্ত্রী ও তিন সন্তান আছে। আর বানু বেগমও বিবাহিত ছিলেন। তাঁর একটি ছেলেসন্তান আছে। সেই সন্তান সাবেক স্বামীর মায়ের কাছে থাকে। সন্তানকে ঢাকায় আনার বিষয় নিয়ে স্বামী শামীমের সঙ্গে তাঁর ঝগড়া চলছিল। হত্যার পেছনে এটিও একটি কারণ হতে পারে বলে ধারণা করছে থানা-পুলিশ।
মোহাম্মদপুর থানায় বসে নিহত শামীমের বাবা আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার ছেলে দ্বিতীয় বিয়ে করেছে—এ খবর আমরা জানতাম না। আগের ঘরে ছোট ছোট তিনটি সন্তান রয়েছে। মুক্তাগাছা এলাকায় আমার ছেলের বালুমাটির ব্যবসা রয়েছে।’
শামীমের বাবা আরও বলেন, ‘পাশের এলাকার একটি মেয়ের সঙ্গে সম্পর্ক আছে বলে শুনেছি। পরে আমরা মেয়েটিকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে সম্পর্কের কথা অস্বীকার করে জানায়, শামীমের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অথচ এই মেয়েই আমার ছেলেকে ফুসলিয়ে ঢাকায় এনে হত্যা করেছে।’
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহত শামীমের দ্বিতীয় স্ত্রী বানু। তাঁরা দুই–তিন মাস আগে বিয়ে করে। কয়েক দিন আগে এই বাসায় ওঠে। তাঁদের কোনো সন্তান নেই। নিহতের প্রথম স্ত্রী ও সন্তানেরা গ্রামের বাড়ি ময়মনসিংহে থাকে। গ্রেপ্তার বানু বেগমেরও আগে সংসার ও সন্তান রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা এসে মামলা করলে নারীকে আদালতে তোলা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়টি দেখা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার সাদেক খান রোড এলাকায় স্বামী শামীম মিয়াকে (৪০) কুপিয়ে হত্যা করেন স্ত্রী বানু বেগম (৩১)। তিনি নিজেই বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে জানান। বানু বেগম জানান, তিনি তাঁর স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন, এখন তিনি আত্মসমর্পণ করতে চান।
আজ বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে। শামীম-বানু দুজনেরই এটি দ্বিতীয় সংসার ছিল। দুই-তিন মাস আগে তাঁরা বিয়ে করেন। বিয়ের তিন মাস না যেতেই এমন ঘটনা ঘটল।
বাড়ির মালিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শামীম ও রানু মাত্র তিন দিন আগে ভাড়া বাসায় ওঠেন। তাঁদের বাসায় কোনো আসবাব ছিল না। গতকাল বুধবার রাত ১০টা থেকে তাঁদের দুজনের ঝগড়া শুরু হয়। যা গভীর রাত পর্যন্ত চলে। এই ঝগড়ার একপর্যায়ে রুমে থাকা বঁটি দিয়ে শামীমের পিঠে, গলা ও ঘাড়ে আঘাত করেন স্ত্রী বানু। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে শামীমকে কুপিয়ে হত্যা করেন বানু। এ ছাড়া ঘটনার অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, সেটি আরও খতিয়ে দেখা হবে।
জানা গেছে, শামীম মিয়ার আগের সংসারে স্ত্রী ও তিন সন্তান আছে। আর বানু বেগমও বিবাহিত ছিলেন। তাঁর একটি ছেলেসন্তান আছে। সেই সন্তান সাবেক স্বামীর মায়ের কাছে থাকে। সন্তানকে ঢাকায় আনার বিষয় নিয়ে স্বামী শামীমের সঙ্গে তাঁর ঝগড়া চলছিল। হত্যার পেছনে এটিও একটি কারণ হতে পারে বলে ধারণা করছে থানা-পুলিশ।
মোহাম্মদপুর থানায় বসে নিহত শামীমের বাবা আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার ছেলে দ্বিতীয় বিয়ে করেছে—এ খবর আমরা জানতাম না। আগের ঘরে ছোট ছোট তিনটি সন্তান রয়েছে। মুক্তাগাছা এলাকায় আমার ছেলের বালুমাটির ব্যবসা রয়েছে।’
শামীমের বাবা আরও বলেন, ‘পাশের এলাকার একটি মেয়ের সঙ্গে সম্পর্ক আছে বলে শুনেছি। পরে আমরা মেয়েটিকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে সম্পর্কের কথা অস্বীকার করে জানায়, শামীমের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অথচ এই মেয়েই আমার ছেলেকে ফুসলিয়ে ঢাকায় এনে হত্যা করেছে।’
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহত শামীমের দ্বিতীয় স্ত্রী বানু। তাঁরা দুই–তিন মাস আগে বিয়ে করে। কয়েক দিন আগে এই বাসায় ওঠে। তাঁদের কোনো সন্তান নেই। নিহতের প্রথম স্ত্রী ও সন্তানেরা গ্রামের বাড়ি ময়মনসিংহে থাকে। গ্রেপ্তার বানু বেগমেরও আগে সংসার ও সন্তান রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা এসে মামলা করলে নারীকে আদালতে তোলা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়টি দেখা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে নারায়ণগঞ্জ শহরে ঢুকছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। কিন্তু উল্টো পথে চলাচলে বাধা দেয় ট্রাফিক স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা। আর তাতেই রেগে আগুন হয়ে শিক্ষার্থীদের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি; যার ভিডিও...
১৮ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরের নাজির শাহিন আলমকে মোবাইলে হুমকির পর মারপিটের ঘটনায় মনিরামপুর থানা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...
৩৭ মিনিট আগেসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বেড়িবাঁধ রক্ষায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয় ছাত্র-জনতা ও এলাকাবাসীর উদ্যোগে জাফলং বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কান্দুবস্তিসংলগ্ন জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বাঁধে গিয়ে শেষ হয়।
১ ঘণ্টা আগেমাগুরায় বড় বোনের বাড়িতে ‘ধর্ষণ ও নির্যাতনের’ শিকার হয়েছে ৮ বছরের এক শিশু। বোনের শ্বশুর ঘুম থেকে তুলে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন...
১ ঘণ্টা আগে