আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১১ আগস্ট ২০২১, ২২: ২৫
আপডেট : ১২ আগস্ট ২০২১, ০৮: ৩৬

রাজধানীর রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে আজ বুধবার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। অনলাইনে উগ্রবাদ প্রচারণাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছিল তাঁরা। 

গ্রেপ্তারের বিষয়ে এটিইউ জানিয়েছে, গ্রেপ্তার মো. রায়হান হোসেন, সাব্বির হোসেন রাইহান, আল রাব্বিসহ তাঁর সহযোগীরা ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠায় অনলাইনে উগ্রবাদ প্রচারণাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে অনলাইনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্র ও সরকার বিরোধী এবং উসকানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট দিত। 

তা ছাড়া নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষে সদস্য সংগ্রহের কাজ করে আসছিল। গ্রেপ্তাররা উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তৃতা অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিল। তা ছাড়া সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিল। 

গ্রেপ্তারের সময় এন্টি টেররিজম ইউনিট তাদের নিকট থেকে ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ২ টি ছোড়া এবং ২টি বিভিন্ন উগ্রবাদী বই ও ৫টি বুকলেট জব্দ করেছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত