ভোর রাতে ঘরে ডাকাতের হানা, পুলিশ ভেবে স্ত্রীকে রেখে পালালেন আ.লীগ নেতা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ২২: ০০
ডাকাতির পর আলমারিতে থাকা জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের সাবেক এক নেতা ও স্কুলশিক্ষক ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ৪০ জনের একটি দল অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী স্কুলশিক্ষক আব্দুল হালিমের বাড়ি উপজেলার বাঁশবাড়ি গ্রামের মৃত নিয়াজ আলীর ছেলে। তিনি বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর ভাই মো. জয়নাল আবেদীন গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ঘটনার সময় পুলিশ অভিযানে এসেছে এই ভেবে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। তবে সে সময় তাঁর স্ত্রী ঘরে ছিলেন।

ভুক্তভোগী স্কুলশিক্ষকের মেয়ে সামিরা আক্তার বলেন, ‘ডাকাতির ঘটনা শুনে আমি সকালে শ্বশুরবাড়ি থেকে ছুটে আসি। এসে জানলাম রাত আনুমানিক পৌনে ৩টার দিকে সঙ্গবদ্ধ একটি ডাকাত দল বাসার দোতলায় থাই গ্লাস ভেঙে বাড়িতে প্রবেশ করে। এরপর আমার স্কুলশিক্ষক বাবা ও মার গলায় ধারালো অস্ত্রের ভয়ভীতি হুমকি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। মা বাবার হাত-পা বেঁধে বাড়ির প্রতিটি কক্ষে তল্লাশি করে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নেয়।’

স্কুলশিক্ষকের বাড়ির গৃহকর্মী শিল্পী আক্তার বলেন, ‘আন্টির চিৎকার শুনে আমি পাশের ঘরে দৌড়ে যেতে চেষ্টা করি। এরপর কয়েকজন অস্ত্রধারী যুবক আমার গলায় ধারালো দা ধরে রাখে।

ডাকাতির পর ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘরের জিনিসপত্র। ছবি: আজকের পত্রিকা
ডাকাতির পর ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘরের জিনিসপত্র। ছবি: আজকের পত্রিকা

আনুমানিক দুই ঘণ্টা ডাকাত দলের সদস্যরা ঘরের সমস্ত কিছু তছনছ করে সবকিছু লুটপাট করে ট্রাকে ভর্তি করে নেয়। বেশির ভাগ সদস্যের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল।’

আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ করে ঘরের দরজায় অনেক শব্দ হচ্ছে শুনে ঘুম ভেঙে যায়। পুলিশ এসেছে ভেবে, আমি ভয়ে বাসার পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। বাড়ির পেছনে ঝোপঝাড় থাকায় ওরা দেখতে পায়নি। এরপর ভোররাতে বাসায় এসে দেখি বাড়ি থেকে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। এ কারণে আমি বাসা থেকে দৌড়ে পালিয়ে যায়। ডাকাত আসছি বিষয়টি বুঝতে পারিনি।’

এলোমেলোভাবে পড়ে থাকা ঘরের জিনিসপত্র। ছবি: আজকের পত্রিকা
এলোমেলোভাবে পড়ে থাকা ঘরের জিনিসপত্র। ছবি: আজকের পত্রিকা

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত