সিএমএম কোর্টের সামনে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা

জবি সংবাদদাতা 
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২: ১৪
Thumbnail image

রাজধানীর পুরান ঢাকা এলাকায় মিছিল করেছেন বিক্ষোভকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে সমর্থন জানিয়ে এই বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। এ সময় সিএমএম কোর্টের সামনে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন তাঁরা। 

আজ রোববার বেলা ১১টার দিকে সদরঘাটের ইসলামপুর এলাকা থেকে সহস্রাধিক সাধারণ জনতা, ইসলামপুরে ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা এই বিক্ষোভ মিছিল বের করেন। 

পরে মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দিয়ে শাঁখারীবাজার মোড় হয়ে তাঁতীবাজার এলাকার দিকে যায়। 

পুলিশের গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। ছবি: আজকের পত্রিকাএ সময় মিছিলে অংশগ্রহণকারী জনতাকে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অতিক্রম করার সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের দেখে আরও তীব্রভাবে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করে। পুলিশ রাস্তা ছেড়ে দিয়ে দাঁড়ালে মিছিলটি এগিয়ে যায়। 

এ সময় বিক্ষুব্ধ জনতার মিছিলটি কোর্ট এলাকা অতিক্রম করার সময় সিএমএম কোর্টের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত