টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী থেকে ঢাকার উত্তরার হাউসবিল্ডিং পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের দুটি লেনের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে দুটি লেনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র আসাদুর রহমান কিরন, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব আমিনুনুল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটি প্রকল্প নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি নিজেই সংসদে বলেছি এটা (বিআরটি প্রকল্প) আমাদের গলার কাটা। একটি প্রকল্পে ভুল–ত্রুটি হতেই পারে। বিএনপি দেশের উন্নয়নে কোনো কাজ করেনি। তারা শুধু সমালোচনা করে। বিএনপির আমলে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। দুশ্চিন্তার কোনো কারণ নেই। আরও একটি বর্ষা আমাদের ধৈর্য ধরতে হবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ২০ দশমিক ৫০ কিলোমিটার বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের প্রায় ৮২ ভাগ কাজ শেষ হয়েছে। এ প্রকল্পের কাজ শেষে আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে।’
উদ্বোধন করা দুটি লেন সম্পর্কে সেতুমন্ত্রী আরও বলেন, ‘এই সড়কের এই দুটি লেন চালুর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী যানবাহনের চাপ অনেক কমবে। এতে ফ্লাইওভারের বাকি কাজও বেগবান হবে।’
বিআরটি প্রকল্পের তথ্যমতে, বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) প্রকল্পে ২০ দশমিক ৫০ কিলোমিটার সড়কের মধ্যে উত্তরা থেকে টঙ্গীর চেরাগআলী পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড বিআরটি লেন এবং বাকি ১৬ কিলোমিটার থাকবে সমতলে। এই প্রকল্পের জন্য নির্মাণ করা হচ্ছে ছয়টি ফ্লাইওভার। এর মধ্যে টঙ্গী থেকে হাউসবিল্ডিং পর্যন্ত ফ্লাইওভারের (উড়াল সেতু) দুটি লেন রোববার যানবাহন চলাচলের জন্য খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী থেকে ঢাকার উত্তরার হাউসবিল্ডিং পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের দুটি লেনের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে দুটি লেনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র আসাদুর রহমান কিরন, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব আমিনুনুল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটি প্রকল্প নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি নিজেই সংসদে বলেছি এটা (বিআরটি প্রকল্প) আমাদের গলার কাটা। একটি প্রকল্পে ভুল–ত্রুটি হতেই পারে। বিএনপি দেশের উন্নয়নে কোনো কাজ করেনি। তারা শুধু সমালোচনা করে। বিএনপির আমলে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। দুশ্চিন্তার কোনো কারণ নেই। আরও একটি বর্ষা আমাদের ধৈর্য ধরতে হবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ২০ দশমিক ৫০ কিলোমিটার বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের প্রায় ৮২ ভাগ কাজ শেষ হয়েছে। এ প্রকল্পের কাজ শেষে আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে।’
উদ্বোধন করা দুটি লেন সম্পর্কে সেতুমন্ত্রী আরও বলেন, ‘এই সড়কের এই দুটি লেন চালুর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী যানবাহনের চাপ অনেক কমবে। এতে ফ্লাইওভারের বাকি কাজও বেগবান হবে।’
বিআরটি প্রকল্পের তথ্যমতে, বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) প্রকল্পে ২০ দশমিক ৫০ কিলোমিটার সড়কের মধ্যে উত্তরা থেকে টঙ্গীর চেরাগআলী পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড বিআরটি লেন এবং বাকি ১৬ কিলোমিটার থাকবে সমতলে। এই প্রকল্পের জন্য নির্মাণ করা হচ্ছে ছয়টি ফ্লাইওভার। এর মধ্যে টঙ্গী থেকে হাউসবিল্ডিং পর্যন্ত ফ্লাইওভারের (উড়াল সেতু) দুটি লেন রোববার যানবাহন চলাচলের জন্য খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে