মওলানা ভাসানীর ঐতিহাসিক ‘কাগমারী সম্মেলন দিবস’ আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

মজলুম জননেতা মওলানা ভাসানীর ঐতিহাসিক ‘কাগমারী সম্মেলন দিবস’ আজ বুধবার। এ উপলক্ষে আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাসানী অনুসারী পরিষদের উপদেষ্টা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। 

গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভাসানী অনুসারী পরিষদ। এতে বলা হয়, আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।

অনুষ্ঠানে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের সাদিয়া আরমানসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত থাকবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত