রাজধানীর মালিবাগে রেলের জমিতে থাকা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২১: ০৫
Thumbnail image

রাজধানীর মালিবাগে রেলওয়ের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে পাকা, সেমিপাকা ও কাঁচা—সব মিলিয়ে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। আজ সোমবার বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ এই অভিযান চালান।

রাজধানীর মালিবাগে অভিযানের মাধ্যমে ঢাকায় প্রথম এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে অবৈধ দখলে থাকা বাংলাদেশ রেলওয়ের প্রায় ১ দশমিক ২ একর জমি দখলমুক্ত হয়েছে। স্থাপনা উচ্ছেদের সঙ্গে সঙ্গে এক্সকাভেটর দিয়ে এসব স্থাপনার পাকা প্ল্যাটফর্ম গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকাসহ সারা দেশে অবৈধ দখলে থাকা রেলের সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এর আগে বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা গত ১০ ডিসেম্বর মধ্যে অপসারণের জন্য দখলদারদের বিরুদ্ধে ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে।

পরে ১১ ডিসেম্বর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত