Ajker Patrika

শ্রীপুরে বিলের পানিতে ডুবে নারীর মৃত্যু 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৩: ০৯
শ্রীপুরে বিলের পানিতে ডুবে নারীর মৃত্যু 

গাজীপুরের শ্রীপুরে বিলে গোসল করতে নেমে এক নারীর মৃত্যু হয়েছে। প্রতিবেশী এক নারী নদীতে হাঁস খুঁজতে গিয়ে ওই নারীর ভাসমান মরদেহ দেখতে পান। 

আজ সোমবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের পুরকাতি বিলে এ ঘটনা ঘটে। নিহত নারী তাসলিমা খাতুন (৩৮) উপজেলার ধামলই গ্রামের মো. সিদ্দিকুর রহমানের স্ত্রী। 

বিষয়টি নিশ্চিত করে কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল হক বলেন, নিহতের স্বজনেরা বিষয়টি আমাকে মোবাইল ফোনে অবহিত করেছেন। এরপর স্থানীয় ইউপি সদস্যকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমি জানিয়েছি। 

প্রতিবেশী আলতাফ পালোয়ান বলেন, ‘আজ সকালে তাসলিমা খাতুন পাশের পুরকাতি বিলে গোসল করতে যান। এরপর প্রতিবেশী এক নারী তাঁর হারিয়ে যাওয়া হাঁসের খোঁজ করতে বিলের পাড়ে যান। এ সময় বিলের পানিতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে ওই নারীর মরদেহ তুলে আনেন।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, পানিতে ডুবে নারীর মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত পুলিশকে কেউ জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ

ইউএনওর গাড়িচালকদের চাকরি স্থায়ীকরণে বাধা কাটল

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

সাড়ে ৩ মিনিটে যমুনা নদী পার, চালু হলো দেশের দীর্ঘতম রেলসেতু

কুমিল্লায় সহকর্মীকে বেঁধে নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতন, নগ্ন ভিডিও করে টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত