নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পৃথক তিন থানায় দায়ের করা নাশকতার আট মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার দেখানোর পর পাঁচ মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন পৃথকভাবে এসব আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আট মামলায় দুদুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তাঁর পক্ষের আইনজীবীরা। আট মামলার মধ্যে পল্টন থানার চার, রমনা থানার তিন ও বাড্ডা থানার এক মামলা রয়েছে।
আজ সকালে শুনানির পর আদালত আট মামলায় গ্রেপ্তার দেখান। বিকেলে এসব মামলায় জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত রমনা থানার তিন মামলায়, বাড্ডা থানার এক ও পল্টন থানার এক মামলায় জামিন দেন।
শামসুজ্জামান দুদুর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মোট ১০টি মামলা হয়। এখনো তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে, যেগুলোতে জামিন পাননি।
আজ আরও তিনটি মামলায় জামিন শুনানির জন্য ছিল। কিন্তু মামলার মূল নথি অন্য গ্রেপ্তার আসামির জামিন শুনানির জন্য মহানগর দায়রা জজ আদালতে থাকায় তিন মামলায় শুনানি হয়নি।
গত ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল দুদুকে তাঁর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করে। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
রাজধানীর পৃথক তিন থানায় দায়ের করা নাশকতার আট মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার দেখানোর পর পাঁচ মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন পৃথকভাবে এসব আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আট মামলায় দুদুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তাঁর পক্ষের আইনজীবীরা। আট মামলার মধ্যে পল্টন থানার চার, রমনা থানার তিন ও বাড্ডা থানার এক মামলা রয়েছে।
আজ সকালে শুনানির পর আদালত আট মামলায় গ্রেপ্তার দেখান। বিকেলে এসব মামলায় জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত রমনা থানার তিন মামলায়, বাড্ডা থানার এক ও পল্টন থানার এক মামলায় জামিন দেন।
শামসুজ্জামান দুদুর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মোট ১০টি মামলা হয়। এখনো তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে, যেগুলোতে জামিন পাননি।
আজ আরও তিনটি মামলায় জামিন শুনানির জন্য ছিল। কিন্তু মামলার মূল নথি অন্য গ্রেপ্তার আসামির জামিন শুনানির জন্য মহানগর দায়রা জজ আদালতে থাকায় তিন মামলায় শুনানি হয়নি।
গত ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল দুদুকে তাঁর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করে। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে