Ajker Patrika

ওই বিএনপি নেতা নির্বাচন করার কলিজা কোথায় পায়: সেলিম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৪, ০০: ৪১
ওই বিএনপি নেতা নির্বাচন করার কলিজা কোথায় পায়: সেলিম ওসমান

নারায়ণগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, ‘এক বিএনপি নেতা বঙ্গবন্ধুকে অপমান করেছে। সে আবার এই এলাকা থেকে নির্বাচন করার কলিজাটা কোথায় পায়? কোথায় আমার আওয়ামী লীগের কর্মীরা? আপনারা হাতে কি চুরি পড়েছেন?’ 

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পুরান বন্দর এলাকায় প্রয়াত নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন সেলিম ওসমান। মূলত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক বিএনপি নেতা আতাউর রহমান মুকুলকে উদ্দেশ করে তিনি এ কথা বলেন। 

আরেক চেয়ারম্যান পদপ্রার্থী জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেনের উদ্দেশে সেলিম ওসমান বলেন, ‘একজন রাজাকার পুত্র, জমি দখলকারীর পোস্টার কীভাবে এলাকায় থাকে? কীভাবে শত শত গাড়ি বের করে? মানুষ অবজেকশন দিলে উনি বলেন, সরি। এতেই নির্বাচন কমিশন ওনাকে ছেড়ে দেন। প্রশাসনের লোকজনকে বলব, ঘুমিয়ে গেলে হবে না, এগুলা দেখতে হবে।’ 

সেলিম ওসমান উপজেলা পরিষদ নির্বাচনে নিজের তিন প্রার্থীর নাম উল্লেখ করে বলেন, ‘আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান প্রার্থী রশীদ ভাইও একজন মুক্তিযোদ্ধা। নাসিম ওসমানের সহযোগী ছিল সানাউল্লাহ সানু (ভাইস চেয়ারম্যান প্রার্থী)। আমাদের শান্তা (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী) মেয়ের মতো। এই অনুষ্ঠানে চারজন ইউপি চেয়ারম্যান আছেন। ওনারা প্রতিজ্ঞা করে বলেছেন, এই চার ইউনিয়ন থেকে সমস্ত ভোট স্বাধীনতার পক্ষে যাবে।’ 

সেলিম ওসমানের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মুকুল বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে কটাক্ষ করে কোনো কথা কখনো বলিনি। এইটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চাপে ফেলার চেষ্টা করছে। এমপি সেলিম ওসমান আমার বড় ভাইয়ের মতো। ওনার কথার পাল্টা জবাবে কিছু বলব না। তবে এই ধরনের মন্তব্য আমার নির্বাচনে প্রভাব ফেলবে না।’ 

একই বিষয়ে আরেক চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত