শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকনকে অপহরণ ও চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১১টার দিকে শ্রীপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এদিকে রাত সাড়ে ১১টা দিকে তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মাওনা ইউনিয়নসহ আশপাশের ইউনিয়নগুলোর কয়েক হাজার মানুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। তাঁরা জাহাঙ্গীর আলম খোকনের মুক্তির দাবি জানিয়ে মাওনা ফ্লাইওভারের উত্তর পাশের এলাকা থেকে পল্লী বিদ্যুৎ মোড় পর্যন্ত টায়ার জ্বালিয়ে, কাঠ ও বাঁশ ফেলে মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ভোর সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। তাতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রীপুর থানা সূত্রে জানা গেছে, মাওনা ইউনিয়নের চকপাড়া (মেডিকেল মোড়) এলাকায় ফরচুন ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উত্তর-পশ্চিম পাশে সীমানাপ্রাচীর নির্মাণকাজে বাধা দেওয়াসহ ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আছে জাহাঙ্গীর আলম খোকনের বিরুদ্ধে। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই সীমানাপ্রাচীর নির্মাণকালে চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন, মো. বায়েজিদ, তাজউদ্দিনসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জন সেখানে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় ওই কারখানার ব্যবস্থাপক মো. জহিরুল ইসলামকে মারধর করেন তাঁরা। পরে প্রাইভেট কারযোগে তাঁকে তুলে নিয়ে মাওনা ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখা হয়। ঘটনা জেনে পুলিশ ওই ইউনিয়ন পরিষদ থেকে জহিরুলকে উদ্ধার করে।
মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকনের ছেলে মিজানুর রহমান রায়হান অভিযোগ করে বলেন, ফরচুন গ্রুপের নির্মাণাধীন একটি কারখানা এক অসহায় নারীর চলাচলের রাস্তা বন্ধ করে নির্মাণকাজ করছিল। ভুক্তভোগী নারী বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি সেখানে গিয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে জানতে চান। এ সময় কারখানা কর্তৃপক্ষের লোকজন চেয়ারম্যানের সঙ্গে খারাপ আচরণ করেন। তা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে কারখানা কর্তৃপক্ষ মিথ্যা চাঁদাবাজির অভিযোগ সাজিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্নের জন্য সুপরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়েছে।
মিজানুর রহমান রায়হান বলেন, শ্রীপুর থানার ওসি চেয়ারম্যানকে ফোন করে থানায় চায়ের নিমন্ত্রণ দেন। নিমন্ত্রণ রক্ষা করতে সন্ধ্যা ৭টার দিকে থানায় গেলে তাঁকে বসিয়ে রেখে নানান কৌশলে সময়ক্ষেপণ করে মিথ্যা চাঁদাবাজি ও অপহরণের মামলা রুজু করেন। খবর পেয়ে চেয়ারম্যানের কর্মী-সমর্থকেরা এসে মহাসড়ক অবরোধ করে রাখেন। সাড়ে চার ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মহাসড়কের অবরোধ উঠিয়ে নেওয়া হয়। আগামীকাল দুপুরের মধ্যে চেয়ারম্যানের মুক্তি না মিললে কঠোর আন্দোলন করা হবে বলে জানান তিনি।
এদিকে এ ঘটনায় গতকাল বুধবার রাতে জহিরুল ইসলাম বাদী হয়ে চেয়ারম্যানসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করেন।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, ওই মামলায় জাহাঙ্গীর আলম খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হবে।
এদিকে জাহাঙ্গীর আলম খোকনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মাওনা ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। তাঁরা মাওনা ফ্লাইওভারের উত্তর পাশের এলাকা থেকে পল্লী বিদ্যুৎ মোড় পর্যন্ত ও জৈনাবাজার এলাকায় টায়ার জ্বালিয়ে, কাঠ ও বাঁশ ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে। তাতে মহাসড়কের উভয় পাশে ৬০ কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে যাত্রীবাহী, পণ্যবাহী, ব্যক্তিগত পরিবহনসহ হাজার হাজার গাড়ি।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার দিবাগত রাত ১১টার পর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা করলে ভোর ৫টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১২টার পর থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত আমি মহাসড়ক থেকে দফায় দফায় অবরোধকারীদের সরাতে চেষ্টা করি। মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরপর ভোর ৫টার দিকে চেয়ারম্যানের কর্মী-সমর্থকেরা সড়ক থেকে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকনকে অপহরণ ও চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১১টার দিকে শ্রীপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এদিকে রাত সাড়ে ১১টা দিকে তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মাওনা ইউনিয়নসহ আশপাশের ইউনিয়নগুলোর কয়েক হাজার মানুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। তাঁরা জাহাঙ্গীর আলম খোকনের মুক্তির দাবি জানিয়ে মাওনা ফ্লাইওভারের উত্তর পাশের এলাকা থেকে পল্লী বিদ্যুৎ মোড় পর্যন্ত টায়ার জ্বালিয়ে, কাঠ ও বাঁশ ফেলে মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ভোর সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। তাতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রীপুর থানা সূত্রে জানা গেছে, মাওনা ইউনিয়নের চকপাড়া (মেডিকেল মোড়) এলাকায় ফরচুন ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উত্তর-পশ্চিম পাশে সীমানাপ্রাচীর নির্মাণকাজে বাধা দেওয়াসহ ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আছে জাহাঙ্গীর আলম খোকনের বিরুদ্ধে। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই সীমানাপ্রাচীর নির্মাণকালে চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন, মো. বায়েজিদ, তাজউদ্দিনসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জন সেখানে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় ওই কারখানার ব্যবস্থাপক মো. জহিরুল ইসলামকে মারধর করেন তাঁরা। পরে প্রাইভেট কারযোগে তাঁকে তুলে নিয়ে মাওনা ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখা হয়। ঘটনা জেনে পুলিশ ওই ইউনিয়ন পরিষদ থেকে জহিরুলকে উদ্ধার করে।
মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকনের ছেলে মিজানুর রহমান রায়হান অভিযোগ করে বলেন, ফরচুন গ্রুপের নির্মাণাধীন একটি কারখানা এক অসহায় নারীর চলাচলের রাস্তা বন্ধ করে নির্মাণকাজ করছিল। ভুক্তভোগী নারী বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি সেখানে গিয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে জানতে চান। এ সময় কারখানা কর্তৃপক্ষের লোকজন চেয়ারম্যানের সঙ্গে খারাপ আচরণ করেন। তা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে কারখানা কর্তৃপক্ষ মিথ্যা চাঁদাবাজির অভিযোগ সাজিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্নের জন্য সুপরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়েছে।
মিজানুর রহমান রায়হান বলেন, শ্রীপুর থানার ওসি চেয়ারম্যানকে ফোন করে থানায় চায়ের নিমন্ত্রণ দেন। নিমন্ত্রণ রক্ষা করতে সন্ধ্যা ৭টার দিকে থানায় গেলে তাঁকে বসিয়ে রেখে নানান কৌশলে সময়ক্ষেপণ করে মিথ্যা চাঁদাবাজি ও অপহরণের মামলা রুজু করেন। খবর পেয়ে চেয়ারম্যানের কর্মী-সমর্থকেরা এসে মহাসড়ক অবরোধ করে রাখেন। সাড়ে চার ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মহাসড়কের অবরোধ উঠিয়ে নেওয়া হয়। আগামীকাল দুপুরের মধ্যে চেয়ারম্যানের মুক্তি না মিললে কঠোর আন্দোলন করা হবে বলে জানান তিনি।
এদিকে এ ঘটনায় গতকাল বুধবার রাতে জহিরুল ইসলাম বাদী হয়ে চেয়ারম্যানসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করেন।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, ওই মামলায় জাহাঙ্গীর আলম খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হবে।
এদিকে জাহাঙ্গীর আলম খোকনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মাওনা ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। তাঁরা মাওনা ফ্লাইওভারের উত্তর পাশের এলাকা থেকে পল্লী বিদ্যুৎ মোড় পর্যন্ত ও জৈনাবাজার এলাকায় টায়ার জ্বালিয়ে, কাঠ ও বাঁশ ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে। তাতে মহাসড়কের উভয় পাশে ৬০ কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে যাত্রীবাহী, পণ্যবাহী, ব্যক্তিগত পরিবহনসহ হাজার হাজার গাড়ি।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার দিবাগত রাত ১১টার পর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা করলে ভোর ৫টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১২টার পর থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত আমি মহাসড়ক থেকে দফায় দফায় অবরোধকারীদের সরাতে চেষ্টা করি। মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরপর ভোর ৫টার দিকে চেয়ারম্যানের কর্মী-সমর্থকেরা সড়ক থেকে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে