এপিএস আজিজুলের দায় খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২২: ১৫
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২২: ৩০

থানায় ছাত্রলীগ নেতাদের আটকে মারধরের ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদের পাশাপাশি রাষ্ট্রপতির এপিএস আজিজুল হকের দায়ভারও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও স্টোরেজ ডিপোর নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান। আইন অমান্যকারী জনপ্রতিনিধি, পুলিশ যেই হোক না কেন তাঁকে শাস্তি পেতেই হবে। 

তিনি বলেন, ঘটনা ঘটার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যাঁরা যাঁরা ঘটনা ঘটিয়েছেন, তাঁদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। 

মন্ত্রী বলেন, পুলিশের সিদ্ধান্ত নিয়ে কোনো দুর্বলতা নেই। মামলা না হলেও মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করা হয়েছে। সব ঘটনারই তদন্ত করা হবে। 

খুব দ্রুত তেজগাঁও থেকে ট্রাক স্টেশন সরিয়ে ফেলা হবে জানিয়ে মন্ত্রী বলেন, আধুনিক ট্রাকস্ট্যান্ড করার জন্য প্রধানমন্ত্রী মেয়রকে নির্দেশনা দিয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত