ফারুক ছিদ্দিক, ঢাবি প্রতিনিধি
‘দু লাখ টাহা পাই ছাত্রদের কাছ থেকে। স্যারদের বলেছি, ক্যাশে টাহা না থাকায় কর্মচারীরা চলে গেছে’- কথাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হল ক্যানটিনের ম্যানেজার মো. শাহজাহানের। বাধ্য হয়ে ক্যানটিন বন্ধ করে দিয়েছেন তিনি।
সরেজমিনে দেখা যায়, বন্ধ ক্যানটিনের পাশের দোকানে খিচুড়ি, নুডলস বিক্রি হচ্ছে। ক্যানটিনের পেছনে গিয়ে দেখা মেলে শাহজাহানের।
ক্ষোভ ও দুঃখের সঙ্গে তিনি বলেন, ‘দু লাখ টাহা পাই ছাত্রদের কাছ থেকে। স্যারদের বলেছি, ক্যাশে টাহা না থাকায় কর্মচারীরা চলে গেছে।’ , তাদের তো টাহা পয়সা সংকট, তারার টাহা তো পরিপূর্ণ শোধ কইরতে ন পারি। টাহাগুলা পাইলে দোকান খুইলতে পারমু, ক্যানটিনের কর্মচারীদের ডাকছি; আশা করি তারাও আইসা নতুনভাবে কাজ শুরু করবে আর আমিও ব্যবসা করতে পারমু।’
অবশ্য এখনো আশা ছাড়েননি শাহজাহান। তিনি বলেন, ‘ছাত্ররা টাহা পয়সা দিলে খুলতে পারি। কালকে খাবার চালু করমু ভাবতেছি। তাদেরও (ছাত্রদের) সব সময় টাহা থাকে না তাই বাকি খায়, আশা করি পেয়ে যাব।’
নাম প্রকাশ না করার শর্তে হলের এক নিরাপত্তাকর্মী বলেন, ‘শাহজাহান খাবার বিক্রি করে কিন্তু ছাত্ররা বাকি খায়। যার কারণে পেরে উঠতে পারছে না। ছাত্ররা টাকা দিয়ে দিলে সেও কর্মচারীদের বেতন দিতে পারবে; তার ব্যবসাও চলবে।’
জসীমউদ্দিন হলের একাধিক দোকানদারের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের। তাঁরা বলেন, ছাত্ররা নিজেদের ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে বাকি খায়, অনেকে অনেক দিন যাবৎ টাকা দেয় না। শাহজাহানের ওপর ভারটা বেশি হয়ে গেছে। আমরা ছাত্রদের ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি।
এ বিষয়ে জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের সভাপতি ওয়ালিউল সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যানটিনে সংস্কারের কাজ চলছে বলে জানি। তবে বাকি টাকার একটি বিষয়েও শুনেছি, ক্যানটিন ম্যানেজার স্যারদের সঙ্গে আলাপ করেছেন; আশা করি সুন্দর সমাধান হবে।’
শাহজাহানের সমস্যা নিয়ে জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে যখন জানতে পারি তখন ক্যানটিনের দায়িত্বে থাকা শিক্ষকদের সঙ্গে নিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। সে কিছু টাকা বাকি রয়েছে বলে জানিয়েছে। আমরা তার কাছে লিস্ট চেয়েছি কিন্তু সে দেয়নি। কারণ সেও ছাত্রদের সমস্যা বোঝে, সমস্যা বোঝে বলেই বাকি দেয়। ছাত্রদের বিভিন্ন সময় আর্থিক সমস্যার কারণে হয়তো বাকি করে, আমাদের ছাত্ররা টাকাগুলো দিয়ে দিবে আশা রাখি।’
মঙ্গলবার থেকে ক্যানটিন চালু হবে বলেও জানান হল প্রাধ্যক্ষ।
‘দু লাখ টাহা পাই ছাত্রদের কাছ থেকে। স্যারদের বলেছি, ক্যাশে টাহা না থাকায় কর্মচারীরা চলে গেছে’- কথাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হল ক্যানটিনের ম্যানেজার মো. শাহজাহানের। বাধ্য হয়ে ক্যানটিন বন্ধ করে দিয়েছেন তিনি।
সরেজমিনে দেখা যায়, বন্ধ ক্যানটিনের পাশের দোকানে খিচুড়ি, নুডলস বিক্রি হচ্ছে। ক্যানটিনের পেছনে গিয়ে দেখা মেলে শাহজাহানের।
ক্ষোভ ও দুঃখের সঙ্গে তিনি বলেন, ‘দু লাখ টাহা পাই ছাত্রদের কাছ থেকে। স্যারদের বলেছি, ক্যাশে টাহা না থাকায় কর্মচারীরা চলে গেছে।’ , তাদের তো টাহা পয়সা সংকট, তারার টাহা তো পরিপূর্ণ শোধ কইরতে ন পারি। টাহাগুলা পাইলে দোকান খুইলতে পারমু, ক্যানটিনের কর্মচারীদের ডাকছি; আশা করি তারাও আইসা নতুনভাবে কাজ শুরু করবে আর আমিও ব্যবসা করতে পারমু।’
অবশ্য এখনো আশা ছাড়েননি শাহজাহান। তিনি বলেন, ‘ছাত্ররা টাহা পয়সা দিলে খুলতে পারি। কালকে খাবার চালু করমু ভাবতেছি। তাদেরও (ছাত্রদের) সব সময় টাহা থাকে না তাই বাকি খায়, আশা করি পেয়ে যাব।’
নাম প্রকাশ না করার শর্তে হলের এক নিরাপত্তাকর্মী বলেন, ‘শাহজাহান খাবার বিক্রি করে কিন্তু ছাত্ররা বাকি খায়। যার কারণে পেরে উঠতে পারছে না। ছাত্ররা টাকা দিয়ে দিলে সেও কর্মচারীদের বেতন দিতে পারবে; তার ব্যবসাও চলবে।’
জসীমউদ্দিন হলের একাধিক দোকানদারের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের। তাঁরা বলেন, ছাত্ররা নিজেদের ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে বাকি খায়, অনেকে অনেক দিন যাবৎ টাকা দেয় না। শাহজাহানের ওপর ভারটা বেশি হয়ে গেছে। আমরা ছাত্রদের ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি।
এ বিষয়ে জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের সভাপতি ওয়ালিউল সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যানটিনে সংস্কারের কাজ চলছে বলে জানি। তবে বাকি টাকার একটি বিষয়েও শুনেছি, ক্যানটিন ম্যানেজার স্যারদের সঙ্গে আলাপ করেছেন; আশা করি সুন্দর সমাধান হবে।’
শাহজাহানের সমস্যা নিয়ে জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে যখন জানতে পারি তখন ক্যানটিনের দায়িত্বে থাকা শিক্ষকদের সঙ্গে নিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। সে কিছু টাকা বাকি রয়েছে বলে জানিয়েছে। আমরা তার কাছে লিস্ট চেয়েছি কিন্তু সে দেয়নি। কারণ সেও ছাত্রদের সমস্যা বোঝে, সমস্যা বোঝে বলেই বাকি দেয়। ছাত্রদের বিভিন্ন সময় আর্থিক সমস্যার কারণে হয়তো বাকি করে, আমাদের ছাত্ররা টাকাগুলো দিয়ে দিবে আশা রাখি।’
মঙ্গলবার থেকে ক্যানটিন চালু হবে বলেও জানান হল প্রাধ্যক্ষ।
মানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
১৯ মিনিট আগেচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
৪২ মিনিট আগেটিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
১ ঘণ্টা আগে১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ মঙ্গলবার (৪ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে