শিবপুরে কাভার্ড ভ্যানচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৪০
Thumbnail image

নরসিংদীর শিবপুরে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গাবতলীতে মরজাল বাসস্ট্যান্ডের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেলার সদর উপজেলার চিনিশপুরের আক্তারুজ্জামানের ছেলে দারুল কারার সিফাত (২৮) এবং একই এলাকার ইকবাল ফকিরের ছেলে সোহেল ফকির (২৯)। 

দুর্ঘটনার দুজন নিহত হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইটাখোলা হাইওয়ে পুলিশের পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সোহেল সারোয়ার। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার ও কাভার্ড ভ্যান জব্দ করেছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাতে হাইওয়ে পুলিশ জানায়, মরজালের একটি প্রশিক্ষণ সেন্টার থেকে সোহেলকে নিয়ে মোটরসাইকেলে করে নরসিংদীর চিনিশপুরে ফিরেছিলেন সিফাত। এ সময় গাবতলী এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা মোটরসাইকেল আরোহীদের নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত