বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৩, ১৯: ১৮
আপডেট : ১০ মে ২০২৩, ১৯: ৪৬

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাগান দেখতে যাওয়ার সময় বজ্রপাতে ইমদাদুল জোয়াদ্দার (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছেন।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বিল পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমদাদুল জোয়াদ্দার উপজেলার বিলপাকুরিয়া গ্রামের সামাদ জোয়াদ্দারের ছেলে।

নিহতের স্বজনেরা জানান, বুধবার বেলা ৪টার দিকে নিজ বাড়ি থেকে লিচু বাগান দেখার জন্য বের হন ইমদাদুল। এ সময় বজ্রপাত শুরু হলে তিনি বাড়ির উদ্দেশে দৌড় দেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাইফুল ইসলাম মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বজ্রপাতে উপজেলার বহরপুর ইউনিয়নের খালকুলা গ্রামে আকমল শেখের স্ত্রী রূপালী বেগম (২৬) আহত হন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত রূপালির মা হাসিনা বেগম বলেন, ‘আমি আমার ২ মেয়ে ও নানতিসহ বসে ছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চমকালে আমি আমার মেয়েকে ঘরে পাঠিয়ে দিই। ঘরে গিয়ে মেয়ে অসুস্থ হয়ে পরেছে। পরে তাকে হাসপাতালে নিই।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম বজ্রপাতে কৃষকের মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন। আহত রূপালি বেগমকে পর্যবেক্ষণে রেখেছেন বলেও জানান এই চিকিৎসক।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত