নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে গাড়িতে অগ্নিসংযোগ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ। আজ মঙ্গলবার সায়েদাবাদ বাসমালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে পুলিশের একটি সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাসমালিক, শ্রমিক ছাড়াও ডিএমপির ওয়ারীর ট্রাফিক ও ক্রাইম বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এই সভা করা হয়েছে। গত এক মাসে আমাদের এলাকায় অন্তত ১৫-২০টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাই আমরা এই ঘটনা প্রতিরোধে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। গাড়িতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা, বাস টার্মিনালে প্রহরী বৃদ্ধি করা, অন্য কোথাও গাড়ি রাখলে সেখানে নিরাপত্তা নিশ্চিত করা।’
এ ছাড়া সড়কে গাড়ির শৃঙ্খলা ফেরাতে গাড়ির কাগজপত্রের মূলকপির পরিবর্তে ফটোকপি সঙ্গে রাখা এবং যৌক্তিক কারণ ব্যতীত কোনো গাড়িতেই মামলা, রেকার না করা। রাস্তায় গাড়ি চলাকালীন সকল গাড়ির জানালা বন্ধ রাখা। প্রত্যেক গাড়িতে ছোট সাইজের ফায়ার ইস্টিংগুইশার বা ফায়ার বল রাখা। দূরপাল্লার বাসের পেছনে অতিরিক্ত একজন স্টাফ রাখা যিনি পেছন থেকে যাত্রীদের মনিটরিং করবেন। টার্মিনালের নিরাপত্তার জন্য ভলান্টিয়ার সংখ্যা বাড়ানো ও রাত্রিকালীন আলাদা টহল পার্টি নিয়োগ করা। অতিরিক্ত যাত্রীর আশায় কোনো গাড়িই এক জায়গায় বেশিক্ষণ না দাঁড়ানো। যত্রতত্র পার্কিং করে যানজট তৈরি করা যাবে না। যেকোনো ধরনের সন্দেহজনক দ্রব্য বা ব্যাগ পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশ বা ট্রাফিক পুলিশকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।
ট্রাফিক ওয়ারী ডিভিশনের পক্ষ থেকে একটা হটলাইন নম্বর চালু করা হয়। যে কেউ ওই নম্বরে ফোন করে যেকোনো ধরনের চাঁদাবাজি, অসুবিধা, দুর্ঘটনা, গাড়িতে আগুন, ট্রাফিক জ্যামের বর্তমান অবস্থা ইত্যাদি নিউজ সরাসরি ডিসি ট্রাফিক ওয়ারীকে অবহিত করতে পারবেন।
সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন ডিসি ক্রাইম ওয়ারী ইকবাল হোসেন।
রাজধানীতে গাড়িতে অগ্নিসংযোগ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ। আজ মঙ্গলবার সায়েদাবাদ বাসমালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে পুলিশের একটি সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাসমালিক, শ্রমিক ছাড়াও ডিএমপির ওয়ারীর ট্রাফিক ও ক্রাইম বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এই সভা করা হয়েছে। গত এক মাসে আমাদের এলাকায় অন্তত ১৫-২০টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাই আমরা এই ঘটনা প্রতিরোধে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। গাড়িতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা, বাস টার্মিনালে প্রহরী বৃদ্ধি করা, অন্য কোথাও গাড়ি রাখলে সেখানে নিরাপত্তা নিশ্চিত করা।’
এ ছাড়া সড়কে গাড়ির শৃঙ্খলা ফেরাতে গাড়ির কাগজপত্রের মূলকপির পরিবর্তে ফটোকপি সঙ্গে রাখা এবং যৌক্তিক কারণ ব্যতীত কোনো গাড়িতেই মামলা, রেকার না করা। রাস্তায় গাড়ি চলাকালীন সকল গাড়ির জানালা বন্ধ রাখা। প্রত্যেক গাড়িতে ছোট সাইজের ফায়ার ইস্টিংগুইশার বা ফায়ার বল রাখা। দূরপাল্লার বাসের পেছনে অতিরিক্ত একজন স্টাফ রাখা যিনি পেছন থেকে যাত্রীদের মনিটরিং করবেন। টার্মিনালের নিরাপত্তার জন্য ভলান্টিয়ার সংখ্যা বাড়ানো ও রাত্রিকালীন আলাদা টহল পার্টি নিয়োগ করা। অতিরিক্ত যাত্রীর আশায় কোনো গাড়িই এক জায়গায় বেশিক্ষণ না দাঁড়ানো। যত্রতত্র পার্কিং করে যানজট তৈরি করা যাবে না। যেকোনো ধরনের সন্দেহজনক দ্রব্য বা ব্যাগ পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশ বা ট্রাফিক পুলিশকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।
ট্রাফিক ওয়ারী ডিভিশনের পক্ষ থেকে একটা হটলাইন নম্বর চালু করা হয়। যে কেউ ওই নম্বরে ফোন করে যেকোনো ধরনের চাঁদাবাজি, অসুবিধা, দুর্ঘটনা, গাড়িতে আগুন, ট্রাফিক জ্যামের বর্তমান অবস্থা ইত্যাদি নিউজ সরাসরি ডিসি ট্রাফিক ওয়ারীকে অবহিত করতে পারবেন।
সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন ডিসি ক্রাইম ওয়ারী ইকবাল হোসেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে