Ajker Patrika

রায়পুরায় সাবেক ইউপি সদস্য নিহতের ঘটনায় আসামি বর্তমান চেয়ারম্যান 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরায় সাবেক ইউপি সদস্য নিহতের ঘটনায় আসামি বর্তমান চেয়ারম্যান 

নরসিংদীর রায়পুরায় দুর্বৃত্তদের গুলিতে বাঁশগাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য স্বপন মিয়া (৪৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকিরকে প্রধান আসামি করে ৪৪ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্ত্রী। এ ছাড়া এতে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করা হয়েছে। 

এ ঘটনায় গতকাল রোববার ও আজ সোমবার পৃথক স্থান থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—বালুয়াকান্দি গ্রামের আবদুল মান্নাফের ছেলে মো. জসিম উদ্দিন (৪৬) ও দিঘলিয়া কান্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মো. বাতেন মেম্বার (৫০)। 

রায়পুরা থানার পরিদর্শক গোবিন্দ সরকার বলেন, ‘এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আরেকজন থানায় রয়েছে।’

এর আগে গত শনিবার সকালে উপজেলার মেঘনার শাখা পাগলা নদীর বাশঁগাড়ীবড় জুরবিলা ঘাটে কচুরিপানার নিচ থেকে স্বপন মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত