মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে বিদেশী রিভালবার ও দেশীয় অস্ত্রসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১১: ৩৮
মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে উদ্ধার করা বিদেশী রিভালবার ও দেশীয় অস্ত্র। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে দুটি বিদেশী রিভালবার ও দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার রাতে তাদের আটক করা হয়। আটকের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট মুনিয়া সোহেল ক্যাম্পে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে তাকে আটকে অভিযান চালায় সেনাবাহিনী। মুনিয়া সোহেলকে আটক করা সম্ভব না হলেও তার ৭ সহযোগীকে  আটক করে সেনাবাহিনী। এ সময় মুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়ে দুটি বিদেশী রিভালবার উদ্ধার করে তারা।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, বিদেশী রিভালবার ছাড়াও কয়েক রাউন্ড গুলি, ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান বলেন, জেনেভা ক্যাম্পে অভিযানে দুটি বিদেশী রিভালবার, কয়েক রাউন্ড গুলি, দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া চলমান রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত