নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের রিকশাচালকেরাও সরু চাল খেতে চায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘মানুষের মধ্যে সরু চাল খাওয়ার প্রবণতা বেড়েছে। রিকশাচালকেরাও সরু চাল খেতে চায়। অনেক করপোরেট কোম্পানি বাজার থেকে সরু চাল কিনে প্যাকেটজাত করে বেশি দামে বিক্রি করে।’
আজ বুধবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন ২০২২-এর দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আগামীকাল থেকে উপজেলা পর্যায়ে ১ হাজার ৭৬০ জন ডিলারের মাধ্যমে ওএমএস চাল ও আটা বিতরণ করা হবে। বর্তমানে দেশে চালের মজুদ যে কোনো সময়ের চেয়ে বেশি। চাল নিয়ে দেশে কোনো হাহাকার নেই। আগে গরু ভারত থেকে আসত, দেশে তেমন খামার ছিল না। এখন দেশের খামারগুলোতে অনেক গরু উৎপাদন হয়। অনেক খামারি গরুকে মোটা চাল খাওয়ায়। এতে চালের চাহিদা বেড়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে চাল ও গমের দাম বৃদ্ধি পেয়েছে।’
ভারত থেকে চাল আমদানিতেও খরচ বেড়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘ভারত থেকে মিনিকেট চাল আনার জন্য অর্ডার দিলেও চাল এসেছে খুবই কম। সেখানে প্রতি কেজিতে ৮ থেকে ৯ টাকা দাম বেড়েছে। এ ছাড়া চাল আমদানির জন্য শিপের ভাড়াও চার পাঁচ গুণ বেড়েছে।’
চালের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘ওএমএসের পণ্য যাতে সঠিকভাবে বিতরণ করা হয়, এই জন্য জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছি। কোনো মজুতদার যাতে অবৈধভাবে চাল মজুদ করতে না পারে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরু চাল শুল্কমুক্ত করে আমদানি করার জন্য প্রধানমন্ত্রীকে অবহিত করেছি।’
দেশের রিকশাচালকেরাও সরু চাল খেতে চায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘মানুষের মধ্যে সরু চাল খাওয়ার প্রবণতা বেড়েছে। রিকশাচালকেরাও সরু চাল খেতে চায়। অনেক করপোরেট কোম্পানি বাজার থেকে সরু চাল কিনে প্যাকেটজাত করে বেশি দামে বিক্রি করে।’
আজ বুধবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন ২০২২-এর দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আগামীকাল থেকে উপজেলা পর্যায়ে ১ হাজার ৭৬০ জন ডিলারের মাধ্যমে ওএমএস চাল ও আটা বিতরণ করা হবে। বর্তমানে দেশে চালের মজুদ যে কোনো সময়ের চেয়ে বেশি। চাল নিয়ে দেশে কোনো হাহাকার নেই। আগে গরু ভারত থেকে আসত, দেশে তেমন খামার ছিল না। এখন দেশের খামারগুলোতে অনেক গরু উৎপাদন হয়। অনেক খামারি গরুকে মোটা চাল খাওয়ায়। এতে চালের চাহিদা বেড়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে চাল ও গমের দাম বৃদ্ধি পেয়েছে।’
ভারত থেকে চাল আমদানিতেও খরচ বেড়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘ভারত থেকে মিনিকেট চাল আনার জন্য অর্ডার দিলেও চাল এসেছে খুবই কম। সেখানে প্রতি কেজিতে ৮ থেকে ৯ টাকা দাম বেড়েছে। এ ছাড়া চাল আমদানির জন্য শিপের ভাড়াও চার পাঁচ গুণ বেড়েছে।’
চালের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘ওএমএসের পণ্য যাতে সঠিকভাবে বিতরণ করা হয়, এই জন্য জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছি। কোনো মজুতদার যাতে অবৈধভাবে চাল মজুদ করতে না পারে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরু চাল শুল্কমুক্ত করে আমদানি করার জন্য প্রধানমন্ত্রীকে অবহিত করেছি।’
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খবরে ডি
১০ মিনিট আগেটাঙ্গাইলের ভূঞাপুর ও মধুপুরে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেওয়ার সময় ৫৩ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
১৫ মিনিট আগেসিলেটে বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ও চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৫ মিনিট আগেস্থানীয় প্রশাসনে রাজনৈতিক প্রভাবের কারণে বিগত বছরগুলোতে বিকেন্দ্রীকরণের বিভিন্ন প্রচেষ্টা সফলতার মুখ দেখেনি। সংরক্ষিত আসনের নারী সদস্যদের কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রেও রয়েছে চ্যালেঞ্জ। গ্রাম আদালতের কার্যকারিতা আশানুরূপ নয়। এই অবস্থায় স্বতন্ত্র ও স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন
২১ মিনিট আগে