পাংশা ও রাজবাড়ী প্রতিনিধি
বাসমালিকদের সুবিধা দেওয়ার জন্য কখনো ট্রেন বন্ধ করা হবে না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি বলেছেন, ট্রেন বন্ধ করে বাসমালিকদের সুবিধা দেব—এগুলো ব্যক্তিত্বহীন মানুষের পরিচয়। কোনো অবস্থাতেই রেলকে ব্যবহার করে কেউ সুবিধা নেবে—এই সুযোগ দেওয়া হবে না।
আজ শনিবার বেলা ২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ চত্বরে কৃষিমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘বাসমালিকদের সুবিধার জন্য ট্রেন বন্ধ করার প্রশ্নই আসে না। আমরা আগেই বলেছি, আমাদের সম্পদ সীমিত। আমরা চেষ্টা করছি রেলের সব ব্যবস্থাই চালু রাখার জন্য। মাঝে মাঝে ইঞ্জিনগুলোর একটু যান্ত্রিক ত্রুটির কারণে কয়েকটি ট্রেন বন্ধ হয়ে যায়। আমাদের লোকমোটিভ মাস্টার (ড্রাইভার) নেই। ইতিপূর্বেই লোকমোটিভ মাস্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু ট্রেন বন্ধ করে বাসমালিকদের সুবিধা দেব—এগুলো ব্যক্তিত্বহীন মানুষের পরিচয়।’
রেল নিয়ে গুজব ছড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘গুজব ছড়ানো আমাদের একটা স্বভাব। একশ্রেণির মানুষের কাজই শুধু গুজব সৃষ্টি করা। এ দেশের কোনো উন্নয়ন তাদের সহ্য হয় না। এখন কোনো প্রকার গুজবে কান দেওয়ার সুযোগ নেই। কথায় আছে, কোনো কাজ না থাকলে আমরা বসে বসে চিড়ে চাবাই এবং গুজব সৃষ্টি করি। এখন রেলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।’
এ সময় তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী রেলকে গুরুত্ব দিয়েছেন। রেলসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নতুন নতুন রেললাইন সম্প্রসারণ করা হচ্ছে এবং আমরা নতুন নতুন বগি আমদানি করছি। ইতিমধ্যে ভারত থেকে ২০০ বগি আমদানি করার জন্য আমরা চুক্তি সম্পাদন করেছি। খুব তাড়াতাড়ি এই বগিগুলো আসবে। দক্ষিণ কোরিয়া থেকে আমাদের আরও ২৬০টি বগি আসবে। খুব তাড়াতাড়ি এর চুক্তি সম্পাদন হবে।’
বাসমালিকদের সুবিধা দেওয়ার জন্য কখনো ট্রেন বন্ধ করা হবে না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি বলেছেন, ট্রেন বন্ধ করে বাসমালিকদের সুবিধা দেব—এগুলো ব্যক্তিত্বহীন মানুষের পরিচয়। কোনো অবস্থাতেই রেলকে ব্যবহার করে কেউ সুবিধা নেবে—এই সুযোগ দেওয়া হবে না।
আজ শনিবার বেলা ২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ চত্বরে কৃষিমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘বাসমালিকদের সুবিধার জন্য ট্রেন বন্ধ করার প্রশ্নই আসে না। আমরা আগেই বলেছি, আমাদের সম্পদ সীমিত। আমরা চেষ্টা করছি রেলের সব ব্যবস্থাই চালু রাখার জন্য। মাঝে মাঝে ইঞ্জিনগুলোর একটু যান্ত্রিক ত্রুটির কারণে কয়েকটি ট্রেন বন্ধ হয়ে যায়। আমাদের লোকমোটিভ মাস্টার (ড্রাইভার) নেই। ইতিপূর্বেই লোকমোটিভ মাস্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু ট্রেন বন্ধ করে বাসমালিকদের সুবিধা দেব—এগুলো ব্যক্তিত্বহীন মানুষের পরিচয়।’
রেল নিয়ে গুজব ছড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘গুজব ছড়ানো আমাদের একটা স্বভাব। একশ্রেণির মানুষের কাজই শুধু গুজব সৃষ্টি করা। এ দেশের কোনো উন্নয়ন তাদের সহ্য হয় না। এখন কোনো প্রকার গুজবে কান দেওয়ার সুযোগ নেই। কথায় আছে, কোনো কাজ না থাকলে আমরা বসে বসে চিড়ে চাবাই এবং গুজব সৃষ্টি করি। এখন রেলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।’
এ সময় তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী রেলকে গুরুত্ব দিয়েছেন। রেলসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নতুন নতুন রেললাইন সম্প্রসারণ করা হচ্ছে এবং আমরা নতুন নতুন বগি আমদানি করছি। ইতিমধ্যে ভারত থেকে ২০০ বগি আমদানি করার জন্য আমরা চুক্তি সম্পাদন করেছি। খুব তাড়াতাড়ি এই বগিগুলো আসবে। দক্ষিণ কোরিয়া থেকে আমাদের আরও ২৬০টি বগি আসবে। খুব তাড়াতাড়ি এর চুক্তি সম্পাদন হবে।’
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
১ ঘণ্টা আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
১ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১০ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১১ ঘণ্টা আগে