নারায়ণগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি
ঠিকমতো জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ শহর অর্ধেক ফাঁকা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আজ সোমবার সোনারগাঁয়ে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
শামীম ওসমান বলেন, ‘সকালে ঠিকমতো জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ শহর অর্ধেক ফাঁকা হয়ে যাবে। অথচ তারা এখন কাচের ঘরের ভেতর থেকে আমাদের নিয়ে কথা বলে। আমাদের গালি দিক সমস্যা নাই। কিন্তু নারায়ণগঞ্জে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আর বঙ্গবন্ধুকে নিয়ে অকথ্য গালাগাল সহ্য করব না। এগুলো মেনে নেওয়ার মতো না।’
শামীম বলেন, ‘আমরা যারা ’৭৫-এর পরে রাজনীতিতে এসেছি, তারা শেখ হাসিনাকে মায়ের দৃষ্টিতে দেখি। ওরা আমাদের মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করবে, এটা অন্তত আমরা মেনে নেব না।’
সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘আমার মনে হয় এবার ঘণ্টা বাজানোর সময় এসেছে। কারণ, দেশের সব আন্দোলন শুরু হয়েছে নারায়ণগঞ্জ থেকে। তাই নারায়ণগঞ্জেই আমাদের ঘণ্টা বাজাতে হবে।’
নারায়ণগঞ্জে বিএনপির এক নেতাকে অশ্লীল শব্দে সম্বোধন করে শামীম ওসমান বলেন, ‘তিনি বলেছেন পুলিশ ছাড়া নামতে। আমি পুলিশের কাছে অনুরোধ করেছি, আপনাদের সব পুলিশ তাদের পক্ষে যান। তারপর ২৪ ঘণ্টার মধ্যে তাদের নারায়ণগঞ্জ ছাড়া করে দেব।’
১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে অনুষ্ঠেয় সমাবেশের বিষয়ে বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে। সেদিন নারায়ণগঞ্জের মানুষ দেখিয়ে দেব আওয়ামী লীগের শক্তি। আমরা এমন আওয়াজ তুলব, যা সারা দেশে ছড়িয়ে পড়বে।’
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সহসভাপতি মাসুদুর রহমান মাসুমসহ উপজেলার জনপ্রতিনিধিরা।
ঠিকমতো জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ শহর অর্ধেক ফাঁকা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আজ সোমবার সোনারগাঁয়ে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
শামীম ওসমান বলেন, ‘সকালে ঠিকমতো জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ শহর অর্ধেক ফাঁকা হয়ে যাবে। অথচ তারা এখন কাচের ঘরের ভেতর থেকে আমাদের নিয়ে কথা বলে। আমাদের গালি দিক সমস্যা নাই। কিন্তু নারায়ণগঞ্জে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আর বঙ্গবন্ধুকে নিয়ে অকথ্য গালাগাল সহ্য করব না। এগুলো মেনে নেওয়ার মতো না।’
শামীম বলেন, ‘আমরা যারা ’৭৫-এর পরে রাজনীতিতে এসেছি, তারা শেখ হাসিনাকে মায়ের দৃষ্টিতে দেখি। ওরা আমাদের মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করবে, এটা অন্তত আমরা মেনে নেব না।’
সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘আমার মনে হয় এবার ঘণ্টা বাজানোর সময় এসেছে। কারণ, দেশের সব আন্দোলন শুরু হয়েছে নারায়ণগঞ্জ থেকে। তাই নারায়ণগঞ্জেই আমাদের ঘণ্টা বাজাতে হবে।’
নারায়ণগঞ্জে বিএনপির এক নেতাকে অশ্লীল শব্দে সম্বোধন করে শামীম ওসমান বলেন, ‘তিনি বলেছেন পুলিশ ছাড়া নামতে। আমি পুলিশের কাছে অনুরোধ করেছি, আপনাদের সব পুলিশ তাদের পক্ষে যান। তারপর ২৪ ঘণ্টার মধ্যে তাদের নারায়ণগঞ্জ ছাড়া করে দেব।’
১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে অনুষ্ঠেয় সমাবেশের বিষয়ে বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে। সেদিন নারায়ণগঞ্জের মানুষ দেখিয়ে দেব আওয়ামী লীগের শক্তি। আমরা এমন আওয়াজ তুলব, যা সারা দেশে ছড়িয়ে পড়বে।’
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সহসভাপতি মাসুদুর রহমান মাসুমসহ উপজেলার জনপ্রতিনিধিরা।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৩ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৩ ঘণ্টা আগে