নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর করেছেন জেলা ছাত্রদল থেকে বহিষ্কৃত নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে খায়রুল কবির খোকনের উপস্থিতিতে একটি সভা চলাকালে এ হামলা চালানো হয়। এ সময় কার্যালয়ের সামনে রাখা সময় টিভির সাংবাদিকের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন, ‘হামলাকারীরা সন্ত্রাসী। তারা সরকারি দল ও প্রশাসনের ছত্রছায়ায় এ হামলা চালিয়েছে। প্রশাসনের নাকের ডগায় বারবার সন্ত্রাসীদের এসব হামলাই প্রমাণ করে প্রশাসন তাদের ছায়া দিচ্ছে। আমরাও এ দেশের নাগরিক, আমাদের নিরাপত্তা দেওয়াও প্রশাসনের দায়িত্ব। অথচ প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে।’
দলটির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮ এপ্রিল সব উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচি সফল করতে জেলা বিএনপির কার্যালয়ে সভা করছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। সভায় জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহীসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রদলের পদ না পাওয়া ও বহিষ্কৃত নেতা-কর্মীদের একটি দল জেলা বিএনপির কার্যালয়ে এসে পাঁচ-সাতটি ককটেল বিস্ফোরণ ঘটানোসহ ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর শুরু করেন। হামলায় বিএনপি কার্যালয়ের ভবনের গ্লাস ভেঙে পড়ে। হামলাকারীরা চলে যাওয়ার পর কার্যালয় থেকে ৮-১০টি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগে গত ২৬ জানুয়ারি পর থেকে জেলা ছাত্রদলের কমিটিতে স্থান না পাওয়ায় একাধিকবার বিক্ষোভ, মানববন্ধনসহ জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের গাড়িতে, বাড়িতে ও জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটায় পদ না পাওয়া কর্মীরা।
নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর করেছেন জেলা ছাত্রদল থেকে বহিষ্কৃত নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে খায়রুল কবির খোকনের উপস্থিতিতে একটি সভা চলাকালে এ হামলা চালানো হয়। এ সময় কার্যালয়ের সামনে রাখা সময় টিভির সাংবাদিকের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন, ‘হামলাকারীরা সন্ত্রাসী। তারা সরকারি দল ও প্রশাসনের ছত্রছায়ায় এ হামলা চালিয়েছে। প্রশাসনের নাকের ডগায় বারবার সন্ত্রাসীদের এসব হামলাই প্রমাণ করে প্রশাসন তাদের ছায়া দিচ্ছে। আমরাও এ দেশের নাগরিক, আমাদের নিরাপত্তা দেওয়াও প্রশাসনের দায়িত্ব। অথচ প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে।’
দলটির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮ এপ্রিল সব উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচি সফল করতে জেলা বিএনপির কার্যালয়ে সভা করছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। সভায় জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহীসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রদলের পদ না পাওয়া ও বহিষ্কৃত নেতা-কর্মীদের একটি দল জেলা বিএনপির কার্যালয়ে এসে পাঁচ-সাতটি ককটেল বিস্ফোরণ ঘটানোসহ ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর শুরু করেন। হামলায় বিএনপি কার্যালয়ের ভবনের গ্লাস ভেঙে পড়ে। হামলাকারীরা চলে যাওয়ার পর কার্যালয় থেকে ৮-১০টি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগে গত ২৬ জানুয়ারি পর থেকে জেলা ছাত্রদলের কমিটিতে স্থান না পাওয়ায় একাধিকবার বিক্ষোভ, মানববন্ধনসহ জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের গাড়িতে, বাড়িতে ও জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটায় পদ না পাওয়া কর্মীরা।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে