রাজবাড়ী প্রতিনিধি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে মাত্র ১০ টাকায় ১০টি পণ্য বিক্রি করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য এত কম টাকায় পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
২১০টি পরিবার ১০ টাকায় ১০টি পণ্য কেনেন। চাল, ডাল, তেল, ডিম, মাছ, ব্রয়লার মুরগিসহ ১৬টি পণ্যের মধ্যে বাছাই করে ১০টি পণ্য কিনতে পারবে একটি পরিবার। এসব পণ্যের মধ্যে শুধু তিন কেজি চালের মূল্য ১ টাকা। বাকি পণ্যগুলো এক টাকা করে।
১০ টাকায় বিভিন্ন পণ্য কিনতে আসা হাজেরা বেগম বলেন, ‘১০ টাকায় এতগুলো জিনিস কিনতে পারব, ভাবতে পারিনি। যখন আমি ছোট ছিলাম, তখন দেখতাম আব্বা এক টাকা কেজিতে চাল কিনত। আজ আমি এক টাকা কেজিতে চাল কিনেছি। চাল ছাড়াও ডাল, ডিম, মুরগি, চিনিও কিনেছি ১০ টাকায়। ১০ টাকায় এতগুলো জিনিস কিনতে পেরে খুবই খুশি আমি।’
কণা খাতুন বলেন, ‘১০ টাকায় অনেকগুলো জিনিস কিনেছি। এই জিনিসগুলো বাজার থেকে কিনতে গেলে ১ হাজার টাকার বেশি লাগত। সেখানে মাত্র ১০ টাকায় কিনতে পেরে খুবই ভালো লাগছে।’
মনির শেখ বলেন, ‘বাবারে ১০ টাকা দিয়ে এই যুগে এত কিছু পাব, ভাবতেও পারি নাই। মনের ভেতর খুবই শান্তি লাগছে ১০ টাকায় চাল, তেল, মুরগি, ডিম, ছোলা কিনতে পেরে।’
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন জানান, রোজার মাসে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সে সময় নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়ে। এ জন্য তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। সারা দেশে ২০ হাজার পরিবার এই বাজার থেকে ১০ টাকায় তাদের নিত্যপণ্য কিনতে পারবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ‘রোজার মাস উপলক্ষে প্রতিবছরের মতো বিদ্যানন্দ ফাউন্ডেশন এবারও এ আয়োজন করেছে। আমরা তাদের এই কর্মকাণ্ডকে স্বাগত জানাই।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে মাত্র ১০ টাকায় ১০টি পণ্য বিক্রি করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য এত কম টাকায় পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
২১০টি পরিবার ১০ টাকায় ১০টি পণ্য কেনেন। চাল, ডাল, তেল, ডিম, মাছ, ব্রয়লার মুরগিসহ ১৬টি পণ্যের মধ্যে বাছাই করে ১০টি পণ্য কিনতে পারবে একটি পরিবার। এসব পণ্যের মধ্যে শুধু তিন কেজি চালের মূল্য ১ টাকা। বাকি পণ্যগুলো এক টাকা করে।
১০ টাকায় বিভিন্ন পণ্য কিনতে আসা হাজেরা বেগম বলেন, ‘১০ টাকায় এতগুলো জিনিস কিনতে পারব, ভাবতে পারিনি। যখন আমি ছোট ছিলাম, তখন দেখতাম আব্বা এক টাকা কেজিতে চাল কিনত। আজ আমি এক টাকা কেজিতে চাল কিনেছি। চাল ছাড়াও ডাল, ডিম, মুরগি, চিনিও কিনেছি ১০ টাকায়। ১০ টাকায় এতগুলো জিনিস কিনতে পেরে খুবই খুশি আমি।’
কণা খাতুন বলেন, ‘১০ টাকায় অনেকগুলো জিনিস কিনেছি। এই জিনিসগুলো বাজার থেকে কিনতে গেলে ১ হাজার টাকার বেশি লাগত। সেখানে মাত্র ১০ টাকায় কিনতে পেরে খুবই ভালো লাগছে।’
মনির শেখ বলেন, ‘বাবারে ১০ টাকা দিয়ে এই যুগে এত কিছু পাব, ভাবতেও পারি নাই। মনের ভেতর খুবই শান্তি লাগছে ১০ টাকায় চাল, তেল, মুরগি, ডিম, ছোলা কিনতে পেরে।’
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন জানান, রোজার মাসে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সে সময় নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়ে। এ জন্য তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। সারা দেশে ২০ হাজার পরিবার এই বাজার থেকে ১০ টাকায় তাদের নিত্যপণ্য কিনতে পারবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ‘রোজার মাস উপলক্ষে প্রতিবছরের মতো বিদ্যানন্দ ফাউন্ডেশন এবারও এ আয়োজন করেছে। আমরা তাদের এই কর্মকাণ্ডকে স্বাগত জানাই।’
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
১ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
১ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
২ ঘণ্টা আগে