শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরমে ভোগান্তি অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
আজ রোববার বেলা ২টা থেকে উপজেলার আবদার গ্রামের জৈনা বাজার বাসস্ট্যান্ডে এইচ ডি এফ অ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। বিকেল ৫টা পর্যন্ত (এই রিপোর্ট লেখা পর্যন্ত) সড়কে শ্রমিকেরা অবস্থান করেন।
এইচ ডি এফ অ্যাপারেলস কারখানার নারী শ্রমিক অভিযোগ করেন, গত আগস্ট মাসের বেতন বকেয়া পাওনা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছে না। বেতন পরিশোধ করার কথা ৭ তারিখে। কিন্তু আজ ২২ তারিখ তবুও বেতন পরিশোধ করেনি।
ওই কারখানার শ্রমিক লিমা আক্তার বলেন, ‘বেতনের তারিখ শেষ হতে না হতেই বাড়ির মালিক ভাড়ার জন্য চাপ সৃষ্টি করে। আর মুদিদোকানি বাকি পরিশোধের জন্য। বাড়ির মালিক আর দোকানি অজুহাত বলে বাড়ি ছাড়তে বলে। সামান্য কষ্টের কারণে রাস্তায় আসেনি। এমন রোদে আপনারা তো থাকতে পারেন না। কিন্তু আপনার ঘণ্টাব্যাপী আছি কীভাবে? পেট তো আর কষ্ট বুঝে না।’
কারখানার শ্রমিক সোহেল বলেন, ‘৭ তারিখের পর থেকে ১০ তারিখ দিয়েছে বকেয়া বেতন পরিশোধের জন্য। কিন্তু পরিশোধ করেনি। আজ দেয়াল পিঠ ঠেকেছে, এ জন্য রাস্তায় এসেছি। আমরা জানি, হাজার হাজার যাত্রীর কষ্ট হচ্ছে। কিন্তু আমাদের কষ্ট তো কম না। এত কষ্ট করে ডিউটি করি, আর মাস শেষে বেতনের জন্য পিছু পিছু ঘুরতে হয়।’
এইচ ডি এফ অ্যাপারেলস কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা পিন্স মাহমুদ বলেন, ‘আমরা শ্রমিকদের বেতন নিয়মিত পরিশোধ করি। কিন্তু এ মাসে মালিকের একটু অর্থনৈতিক সমস্যা থাকার কারণে বেতন পরিশোধ করতে পারিনি। আগস্ট মাসের বকেয়া বেতন চলতি মাসের ২৪ তারিখ পরিশোধ করার কথা জানালে শ্রমিকেরা মহাসড়কে চলে যায়।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে তুলে নেওয়ার চেষ্টা চলছে।
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরমে ভোগান্তি অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
আজ রোববার বেলা ২টা থেকে উপজেলার আবদার গ্রামের জৈনা বাজার বাসস্ট্যান্ডে এইচ ডি এফ অ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। বিকেল ৫টা পর্যন্ত (এই রিপোর্ট লেখা পর্যন্ত) সড়কে শ্রমিকেরা অবস্থান করেন।
এইচ ডি এফ অ্যাপারেলস কারখানার নারী শ্রমিক অভিযোগ করেন, গত আগস্ট মাসের বেতন বকেয়া পাওনা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছে না। বেতন পরিশোধ করার কথা ৭ তারিখে। কিন্তু আজ ২২ তারিখ তবুও বেতন পরিশোধ করেনি।
ওই কারখানার শ্রমিক লিমা আক্তার বলেন, ‘বেতনের তারিখ শেষ হতে না হতেই বাড়ির মালিক ভাড়ার জন্য চাপ সৃষ্টি করে। আর মুদিদোকানি বাকি পরিশোধের জন্য। বাড়ির মালিক আর দোকানি অজুহাত বলে বাড়ি ছাড়তে বলে। সামান্য কষ্টের কারণে রাস্তায় আসেনি। এমন রোদে আপনারা তো থাকতে পারেন না। কিন্তু আপনার ঘণ্টাব্যাপী আছি কীভাবে? পেট তো আর কষ্ট বুঝে না।’
কারখানার শ্রমিক সোহেল বলেন, ‘৭ তারিখের পর থেকে ১০ তারিখ দিয়েছে বকেয়া বেতন পরিশোধের জন্য। কিন্তু পরিশোধ করেনি। আজ দেয়াল পিঠ ঠেকেছে, এ জন্য রাস্তায় এসেছি। আমরা জানি, হাজার হাজার যাত্রীর কষ্ট হচ্ছে। কিন্তু আমাদের কষ্ট তো কম না। এত কষ্ট করে ডিউটি করি, আর মাস শেষে বেতনের জন্য পিছু পিছু ঘুরতে হয়।’
এইচ ডি এফ অ্যাপারেলস কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা পিন্স মাহমুদ বলেন, ‘আমরা শ্রমিকদের বেতন নিয়মিত পরিশোধ করি। কিন্তু এ মাসে মালিকের একটু অর্থনৈতিক সমস্যা থাকার কারণে বেতন পরিশোধ করতে পারিনি। আগস্ট মাসের বকেয়া বেতন চলতি মাসের ২৪ তারিখ পরিশোধ করার কথা জানালে শ্রমিকেরা মহাসড়কে চলে যায়।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে তুলে নেওয়ার চেষ্টা চলছে।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৪ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৪ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ ঘণ্টা আগে