Ajker Patrika

গাজীপুরে ট্রাকের চাপায় প্রকৌশলী নিহত

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৪, ১৪: ১৯
গাজীপুরে ট্রাকের চাপায় প্রকৌশলী নিহত

গাজীপুর মহানগরীর পুবাইল থানার মীরের বাজার এলাকায় ট্রাকচাপায় এক প্রকৌশলী নিহত হয়েছেন। আজ বুধবার ভোর ৫টার দিকে গাজীপুর-গাউছিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত প্রকৌশলীর নাম শাহাদাত হোসেন মুন্না (২৭)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রামগতি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। 

তিনি গাজীপুর-গাউছিয়া হাইওয়ে সড়ক ও ফ্লাইওভার নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান শক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রজেক্টের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন জিএমপির পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

পুলিশ জানায়, ভোরে শাহাদাত নিজের মোটরসাইকেল চড়ে গাজীপুর মহানগরীর উলুখোলা থেকে ভোগড়া বাইপাসের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি মালবোঝাই ট্রাক ভোগড়া বাইপাস থেকে উলুখোলার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। ট্রাকটি তাঁকে চাপা দিলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মো. কামরুজ্জামান জানান, ট্রাকচাপায় আহত মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত