নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় সকাল সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত পর্যায়ক্রমে এই মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সকাল সাড়ে ৬টা থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে মানুষের আনাগোনা শুরু হয়। ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা।
জাতীয় ঈদগাহ মাঠে এবার একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ইমাম ও কারি মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান মুকাব্বির হিসেবে এই জামাতে দায়িত্ব পালন করেন।
ঈদের দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বরাবরের মতোই পাঁচটি জামাতের ব্যবস্থা করা হয়েছে। সকাল ৭টা ও ৮টায় জাতীয় মসজিদে প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সকাল ৯টা এবং সকাল ১০টায় ঈদের তৃতীয় ও চতুর্থ জামাত হবে। পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
ঈদের প্রথম জামাতে ইমাম ছিলেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি মো. ইসহাক।
ঢাকায় এবার ১৮৪টি ঈদগাহে ও ১ হাজার ৪৮৮টি মসজিদে ঈদের জামাত হবে।
জাতীয় ঈদগাহে প্রধান জামাত শেষে বিশ্ব শান্তি ও মানবতার জন্য দোয়া করা হয়। নামাজ শেষে দেশ ও বিশ্বের মানুষের শান্তি কামনা এবং যুদ্ধ-হানাহানি বন্ধের দাবি জানিয়েছেন মুসল্লিরা। ব্যবসায়ী শরীফ বাবু বলেন, আমাদের দেশ ও সারা বিশ্বের মানুষ যেন শান্তিতে থাকে সেই দোয়াই করেছি।
আলমগীর হোসেন এসেছেন পুরান ঢাকা থেকে। তিনি বলেন, প্রতিবার বাসার সবাই আমরা এখানেই নামাজ পড়ি। এবার জনসমাগম গত কয়েকবারের চেয়ে বেশি হয়েছে। সবাই সুস্থ এবং শান্তিতে থাকুক এই কামনা করি।
তারেক হোসেন তাঁর সন্তানকে নিয়ে এসেছিলেন। তিনি আজকের পত্রিকাকে জানান, দেশের মানুষের অবস্থা ভালো না। ঈদের জামাত প্রসঙ্গে তিনি বলেন, ‘সব মিলিয়ে ভালো, তবে অনেক ভিড়। বাচ্চাদের নিয়ে আসা মুশকিল।’ এবার ঈদে প্রত্যাশা কি জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক। এটাই চাওয়া।’
ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় সকাল সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত পর্যায়ক্রমে এই মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সকাল সাড়ে ৬টা থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে মানুষের আনাগোনা শুরু হয়। ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা।
জাতীয় ঈদগাহ মাঠে এবার একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ইমাম ও কারি মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান মুকাব্বির হিসেবে এই জামাতে দায়িত্ব পালন করেন।
ঈদের দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বরাবরের মতোই পাঁচটি জামাতের ব্যবস্থা করা হয়েছে। সকাল ৭টা ও ৮টায় জাতীয় মসজিদে প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সকাল ৯টা এবং সকাল ১০টায় ঈদের তৃতীয় ও চতুর্থ জামাত হবে। পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
ঈদের প্রথম জামাতে ইমাম ছিলেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি মো. ইসহাক।
ঢাকায় এবার ১৮৪টি ঈদগাহে ও ১ হাজার ৪৮৮টি মসজিদে ঈদের জামাত হবে।
জাতীয় ঈদগাহে প্রধান জামাত শেষে বিশ্ব শান্তি ও মানবতার জন্য দোয়া করা হয়। নামাজ শেষে দেশ ও বিশ্বের মানুষের শান্তি কামনা এবং যুদ্ধ-হানাহানি বন্ধের দাবি জানিয়েছেন মুসল্লিরা। ব্যবসায়ী শরীফ বাবু বলেন, আমাদের দেশ ও সারা বিশ্বের মানুষ যেন শান্তিতে থাকে সেই দোয়াই করেছি।
আলমগীর হোসেন এসেছেন পুরান ঢাকা থেকে। তিনি বলেন, প্রতিবার বাসার সবাই আমরা এখানেই নামাজ পড়ি। এবার জনসমাগম গত কয়েকবারের চেয়ে বেশি হয়েছে। সবাই সুস্থ এবং শান্তিতে থাকুক এই কামনা করি।
তারেক হোসেন তাঁর সন্তানকে নিয়ে এসেছিলেন। তিনি আজকের পত্রিকাকে জানান, দেশের মানুষের অবস্থা ভালো না। ঈদের জামাত প্রসঙ্গে তিনি বলেন, ‘সব মিলিয়ে ভালো, তবে অনেক ভিড়। বাচ্চাদের নিয়ে আসা মুশকিল।’ এবার ঈদে প্রত্যাশা কি জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক। এটাই চাওয়া।’
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
৯ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
২৯ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
৩৩ মিনিট আগেবরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে