নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার দোকান শ্রমিক-কর্মচারীর ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের উদ্যোগে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা প্রধানমন্ত্রী, মেয়র, মন্ত্রী, মালিক সমিতি ও বিভিন্ন সংস্থা থেকে ব্যবসার জন্য দফায় দফায় কোটি টাকা সহায়তা পেলেও প্রায় ১৫ হাজার দোকান শ্রমিক-কর্মচারী ক্ষতিপূরণ পাননি এক টাকাও। এই ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের চাকরির নিশ্চয়তা নেই, কর্মস্থলে নিরাপত্তা ও কর্ম-উপযোগী পরিবেশ নেই। পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা তাঁদের জন্য খুবই দুরূহ ও কষ্টকর। ছেলে-মেয়ের লেখাপড়া অনিশ্চয়তার মুখে। অসুস্থ হলে টাকার জন্য চিকিৎসা নিতে পারছেন না। সারা জীবন দোকান কর্মচারী হিসেবে সর্বোচ্চ সেবা দিয়ে এলেও তাঁদের কল্যাণে পাশে দাঁড়ানোর কেউ নেই। তাঁরা পরিবার নিয়ে এক কঠিন অবস্থায় পড়েছেন। তাই ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের অবিলম্বে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানান তিনি।
দাবি আদায়ের জন্য মেয়র, শ্রম প্রতিমন্ত্রী, স্থানীয় এমপি, ডিসি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতিকে ১২ থেকে ১৭ জুন স্মারকলিপি প্রদান এবং ২০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করা হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম বাবুল, সহসভাপতি কামরুল হাসান, কেন্দ্রীয় নেতা মেহজাবীন মিতালী, ঢাকা মহানগরের সভাপতি হযরত আলী মোল্লাসহ অন্যরা।
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার দোকান শ্রমিক-কর্মচারীর ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের উদ্যোগে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা প্রধানমন্ত্রী, মেয়র, মন্ত্রী, মালিক সমিতি ও বিভিন্ন সংস্থা থেকে ব্যবসার জন্য দফায় দফায় কোটি টাকা সহায়তা পেলেও প্রায় ১৫ হাজার দোকান শ্রমিক-কর্মচারী ক্ষতিপূরণ পাননি এক টাকাও। এই ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের চাকরির নিশ্চয়তা নেই, কর্মস্থলে নিরাপত্তা ও কর্ম-উপযোগী পরিবেশ নেই। পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা তাঁদের জন্য খুবই দুরূহ ও কষ্টকর। ছেলে-মেয়ের লেখাপড়া অনিশ্চয়তার মুখে। অসুস্থ হলে টাকার জন্য চিকিৎসা নিতে পারছেন না। সারা জীবন দোকান কর্মচারী হিসেবে সর্বোচ্চ সেবা দিয়ে এলেও তাঁদের কল্যাণে পাশে দাঁড়ানোর কেউ নেই। তাঁরা পরিবার নিয়ে এক কঠিন অবস্থায় পড়েছেন। তাই ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের অবিলম্বে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানান তিনি।
দাবি আদায়ের জন্য মেয়র, শ্রম প্রতিমন্ত্রী, স্থানীয় এমপি, ডিসি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতিকে ১২ থেকে ১৭ জুন স্মারকলিপি প্রদান এবং ২০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করা হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম বাবুল, সহসভাপতি কামরুল হাসান, কেন্দ্রীয় নেতা মেহজাবীন মিতালী, ঢাকা মহানগরের সভাপতি হযরত আলী মোল্লাসহ অন্যরা।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৭ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৭ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৭ ঘণ্টা আগে