ঢামেক প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি
রাজধানীর হানিফ ফ্লাইওভার-সংলগ্ন আনন্দবাজারে রাস্তার উল্টো পথে বাইক চালানো এবং অনর্গল হর্ন বাজানোর প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। তাঁরা অভিযোগ করছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থী। তাঁরা হলেন—রায়হান, নিপু, সজীব ও কাউসার।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, আহত নিপু মাথার কয়েক জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁকে ১৫টি সেলাই দেওয়া হয়।
অমর একুশে হলের ছাত্র ফুয়াদ জানান, বিকেলে অমর একুশে হলের সামনের রাস্তায় যানজটের সৃষ্টি হয়। তখন আনন্দবাজারের মুখে উল্টো পথে মোটরসাইকেল শোডাউন করে যাচ্ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সমর্থকেরা। তখন হলটির কয়েকজন শিক্ষার্থী তাঁদের উল্টো পথে যেতে নিষেধ করেন। এতেই ক্ষিপ্ত হন তাঁরা। তখন তাঁদের মধ্যে তর্কাতর্কি হয়। তখন ওই শিক্ষার্থীদের মারধর করা হয়। মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের যানজট নিরসনে কাজ করা এক কর্মীর হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে শিক্ষার্থীর মাথায় তাঁরা আঘাত করেন।
ফুয়াদ আরও জানান, হামলার সময় তাঁরা অস্ত্র বের করেন এবং দ্রুত পালিয়ে যান। ঘটনার সময় একাধিক পুলিশ সদস্য থাকা সত্ত্বেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি।
এই ঘটনার পর চানখাঁরপুলের মেয়র হানিফ ফ্লাইওভারের মোড়ে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ, শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাত ৯টার সময় রাস্তা ছাড়েন শিক্ষার্থীরা। এ সময় অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ হল প্রশাসনের পক্ষ থেকে বাদী হয়ে মামলা করারও আশ্বাস দেন।
নিউমার্কেট জোনের উপ-পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে আসেন। এ সময় তিনি বলেন, বিকেলে আনন্দবাজার এলাকায় কিছু লোক শিক্ষার্থীসহ কয়েকজনকে মারধর করেন। এরপর শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন। তবে শিক্ষার্থীরা আইন হাতে তুলে নেননি। শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন। এখন যান চলাচল স্বাভাবিক আছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসিবুর রহমান মানিক বলেন, ‘যাঁরা মারধর করছেন, তাঁরা কেউ আমার অনুসারী নন, তাঁদের আমি চিনি না। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
রাজধানীর হানিফ ফ্লাইওভার-সংলগ্ন আনন্দবাজারে রাস্তার উল্টো পথে বাইক চালানো এবং অনর্গল হর্ন বাজানোর প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। তাঁরা অভিযোগ করছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থী। তাঁরা হলেন—রায়হান, নিপু, সজীব ও কাউসার।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, আহত নিপু মাথার কয়েক জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁকে ১৫টি সেলাই দেওয়া হয়।
অমর একুশে হলের ছাত্র ফুয়াদ জানান, বিকেলে অমর একুশে হলের সামনের রাস্তায় যানজটের সৃষ্টি হয়। তখন আনন্দবাজারের মুখে উল্টো পথে মোটরসাইকেল শোডাউন করে যাচ্ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সমর্থকেরা। তখন হলটির কয়েকজন শিক্ষার্থী তাঁদের উল্টো পথে যেতে নিষেধ করেন। এতেই ক্ষিপ্ত হন তাঁরা। তখন তাঁদের মধ্যে তর্কাতর্কি হয়। তখন ওই শিক্ষার্থীদের মারধর করা হয়। মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের যানজট নিরসনে কাজ করা এক কর্মীর হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে শিক্ষার্থীর মাথায় তাঁরা আঘাত করেন।
ফুয়াদ আরও জানান, হামলার সময় তাঁরা অস্ত্র বের করেন এবং দ্রুত পালিয়ে যান। ঘটনার সময় একাধিক পুলিশ সদস্য থাকা সত্ত্বেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি।
এই ঘটনার পর চানখাঁরপুলের মেয়র হানিফ ফ্লাইওভারের মোড়ে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ, শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাত ৯টার সময় রাস্তা ছাড়েন শিক্ষার্থীরা। এ সময় অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ হল প্রশাসনের পক্ষ থেকে বাদী হয়ে মামলা করারও আশ্বাস দেন।
নিউমার্কেট জোনের উপ-পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে আসেন। এ সময় তিনি বলেন, বিকেলে আনন্দবাজার এলাকায় কিছু লোক শিক্ষার্থীসহ কয়েকজনকে মারধর করেন। এরপর শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন। তবে শিক্ষার্থীরা আইন হাতে তুলে নেননি। শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন। এখন যান চলাচল স্বাভাবিক আছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসিবুর রহমান মানিক বলেন, ‘যাঁরা মারধর করছেন, তাঁরা কেউ আমার অনুসারী নন, তাঁদের আমি চিনি না। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
সংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
১ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে সাগরে গোসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মাদ্রাসা পড়ুয়া দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সৈকতে মৃতদেহ দুইটি ভেসে এসেছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ
১ মিনিট আগেমামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে। আমি বলে দিয়েছি- মাসে ৫০০ মামলা হবে। কোনো ঘটনা ঘটলে মামলা নেবে না, তা হবে না...
৪ মিনিট আগেরাজধানী ঢাকাতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে আবারও রাস্তা অবরোধ করেছেন চালকেরা। রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তাঁরা। ফলে প্রায় তিন ঘণ্টা ধরে আগারগাঁও সড়ক দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে।
৭ মিনিট আগে