জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী উল্কা-৪ বাসে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবিও জানিয়েছে সংগঠনটি।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ ডিসেম্বর (রোববার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস উল্কা-৪-এ শিক্ষার্থীদের ওপর মহাখালী বাস টার্মিনালের একতা পরিবহনের কর্মচারীরা সংঘবদ্ধ ও পরিকল্পিত অতর্কিত হামলা চালান। হামলায় অনেক শিক্ষার্থী আহত ও আতঙ্কিত হন। শিক্ষার্থীদের ওপর হামলা ঠেকাতে গিয়ে বাসচালক জগদীশ গুরুতর আহত হন। আহতদের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘একতা পরিবহন কর্মচারীদের এমন সংঘবদ্ধ আক্রমণের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন। এ ঘটনা তদন্ত করে দোষীদের দ্রুত ফৌজদারি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং সংশ্লিষ্ট সব প্রশাসনকে দাবি জানাই।’
ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করার দাবিও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমি প্রথমেই এই ঘটনার নিন্দা জানাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রাচীন ও মেধাবীদের ক্যাম্পাস। পূর্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসে এ রকম হামলার ঘটনার কথা শুনেছি। ওই সময় আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিষয়গুলোর স্থায়ী সমাধান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে জানালেও তৎকালীন প্রশাসন আওয়ামী ফ্যাসিবাদের অংশ থাকায় তারা কখনোই তা কর্ণপাত করেনি।’
তিনি আরও বলেন, ‘বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আমাদের আন্দোলনের ফসল ও গণতান্ত্রিক বাংলাদেশের অংশ বলে মনে করি। সে কারণে তাদের ওপর আমাদের প্রত্যাশা থাকবে যে প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, তা হোক ক্যাম্পাসের ভেতরে অথবা বাইরে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী উল্কা-৪ বাসে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবিও জানিয়েছে সংগঠনটি।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ ডিসেম্বর (রোববার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস উল্কা-৪-এ শিক্ষার্থীদের ওপর মহাখালী বাস টার্মিনালের একতা পরিবহনের কর্মচারীরা সংঘবদ্ধ ও পরিকল্পিত অতর্কিত হামলা চালান। হামলায় অনেক শিক্ষার্থী আহত ও আতঙ্কিত হন। শিক্ষার্থীদের ওপর হামলা ঠেকাতে গিয়ে বাসচালক জগদীশ গুরুতর আহত হন। আহতদের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘একতা পরিবহন কর্মচারীদের এমন সংঘবদ্ধ আক্রমণের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন। এ ঘটনা তদন্ত করে দোষীদের দ্রুত ফৌজদারি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং সংশ্লিষ্ট সব প্রশাসনকে দাবি জানাই।’
ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করার দাবিও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমি প্রথমেই এই ঘটনার নিন্দা জানাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রাচীন ও মেধাবীদের ক্যাম্পাস। পূর্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসে এ রকম হামলার ঘটনার কথা শুনেছি। ওই সময় আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিষয়গুলোর স্থায়ী সমাধান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে জানালেও তৎকালীন প্রশাসন আওয়ামী ফ্যাসিবাদের অংশ থাকায় তারা কখনোই তা কর্ণপাত করেনি।’
তিনি আরও বলেন, ‘বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আমাদের আন্দোলনের ফসল ও গণতান্ত্রিক বাংলাদেশের অংশ বলে মনে করি। সে কারণে তাদের ওপর আমাদের প্রত্যাশা থাকবে যে প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, তা হোক ক্যাম্পাসের ভেতরে অথবা বাইরে।’
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
১৪ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকেলেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
২১ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৪৩ মিনিট আগে