নাজমুল হাসান সাগর, ঢাকা
সময় যত গড়াচ্ছে, ঢাকা সুপার মার্কেটে আগুন তত ছড়িয়ে পড়ছে। তৃতীয় তলার আগুন দ্বিতীয় তলায় ছড়িয়েছে। আগুনের সঙ্গে ধোঁয়ার প্রকোপও বাড়ছে। এই ধোঁয়ায় ভেতরে ঢুকে আগুন নির্বাপণের কাজ করতে অসুবিধা হচ্ছে। এ জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করতে দেখা গেছে ফায়ার ফাইটারদের।
সকাল ৯টায় ঢাকা সুপার মার্কেটের ৫ নম্বর গলির দরজা দিয়ে দোতলায় প্রবেশ করছিলেন ফায়ার ফাইটাররা। এ সময় একজন ফায়ার ফাইটারকে সিলিন্ডার নিয়ে কাজে যেতে দেখা গেছে। উপস্থিত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ভেতরে অনেক ধোঁয়া। কাজের সময় ব্রিদিং প্রবলেম হচ্ছে। তাই অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করতে হচ্ছে।’
এদিকে ভেতরে ধোঁয়ার পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া গেছে মালামাল উদ্ধারের কাজে যুক্ত দোকান কর্মচারীদের সঙ্গে কথা বলে৷ মো. সুমন নামের এক দোকান কর্মচারী বলেন, ‘দোতলার অর্ধেক পর্যন্ত আগুন দেখছি ৷ বাকিডা ধোঁয়া আর ধোঁয়া, ভেতরে কিচ্ছু দেহা যাইতাছে না ভাই। মালামাল বাইর করাও যাইতাছে না৷ খুব খারাপ অবস্থা!’
সুমন বলেন, ‘যা মালামাল, তার কতখানি বাইর করতে পারছি, হেইডা কইতে পারি না ভাই। আগুনের তাপ খুব। আর ধুমায় (ধোঁয়া) সব আন্ধার। কিছুই দেহা যাইতাছিল না। আমরা কয়েকবার ওপরে যাইতে পারছি। এহন আর যাওন সম্ভব না।’
আরও পড়ুন:
সময় যত গড়াচ্ছে, ঢাকা সুপার মার্কেটে আগুন তত ছড়িয়ে পড়ছে। তৃতীয় তলার আগুন দ্বিতীয় তলায় ছড়িয়েছে। আগুনের সঙ্গে ধোঁয়ার প্রকোপও বাড়ছে। এই ধোঁয়ায় ভেতরে ঢুকে আগুন নির্বাপণের কাজ করতে অসুবিধা হচ্ছে। এ জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করতে দেখা গেছে ফায়ার ফাইটারদের।
সকাল ৯টায় ঢাকা সুপার মার্কেটের ৫ নম্বর গলির দরজা দিয়ে দোতলায় প্রবেশ করছিলেন ফায়ার ফাইটাররা। এ সময় একজন ফায়ার ফাইটারকে সিলিন্ডার নিয়ে কাজে যেতে দেখা গেছে। উপস্থিত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ভেতরে অনেক ধোঁয়া। কাজের সময় ব্রিদিং প্রবলেম হচ্ছে। তাই অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করতে হচ্ছে।’
এদিকে ভেতরে ধোঁয়ার পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া গেছে মালামাল উদ্ধারের কাজে যুক্ত দোকান কর্মচারীদের সঙ্গে কথা বলে৷ মো. সুমন নামের এক দোকান কর্মচারী বলেন, ‘দোতলার অর্ধেক পর্যন্ত আগুন দেখছি ৷ বাকিডা ধোঁয়া আর ধোঁয়া, ভেতরে কিচ্ছু দেহা যাইতাছে না ভাই। মালামাল বাইর করাও যাইতাছে না৷ খুব খারাপ অবস্থা!’
সুমন বলেন, ‘যা মালামাল, তার কতখানি বাইর করতে পারছি, হেইডা কইতে পারি না ভাই। আগুনের তাপ খুব। আর ধুমায় (ধোঁয়া) সব আন্ধার। কিছুই দেহা যাইতাছিল না। আমরা কয়েকবার ওপরে যাইতে পারছি। এহন আর যাওন সম্ভব না।’
আরও পড়ুন:
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে