জাহাঙ্গীর রিটার্নিং কার্যালয়ে, আজমত বাড়িতে

নিজস্ব প্রতিবেদক ও  টঙ্গী প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২৩, ২২: ৫৮
Thumbnail image

দিনভর শান্তপূর্ণ ভোট গ্রহণের পর এখন চলছে গণনা। আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণার অপেক্ষায় আছে নগরবাসী। নগরীর বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খানের চেয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন।

ফলাফল জানতে ও মেয়র প্রার্থী আজমত উল্লা খানের সঙ্গে দেখা করতে আজ বৃহস্পতিবার রাত ৮টা থেকেই দলীয় নেতা-কর্মীসহ আশপাশের লোকজন টঙ্গী বাজার এলাকায় তাঁর বাসভবনের জড়ো হচ্ছেন। উপস্থিত সবার আলোচনায় রয়েছে ভোটের হিসাব।

ভোট গ্রহণ শেষে বিকেলে বঙ্গতাজ অডিটরিয়াম এই রিটার্নিং কর্মকর্তা যখন ফলাফল ঘোষণা করেন, তখন থেকেই জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সেখানে উপস্থিত ছিলেন। আর অডিটরিয়ামের বাইরে ছিল জাহাঙ্গীর আলমের সমর্থকেরা। প্রতিটি কেন্দ্রের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই বাইরে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন তাঁরা। তবে তার ভিন্ন চিত্র দেখা গেছে আজমত উল্লার ক্ষেত্রে। বিকেলে তিনি গাজীপুর থাকলেও সন্ধ্যার পর তাঁকে আর গাজীপুর দেখা যায়নি। এরপর রাত সাড়ে ৮টায় জানা যায় তিনি তাঁর টঙ্গী বাসভবনে ফিরে গেছেন।

অসমর্থিত সূত্রে প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, ১৩৩টি কেন্দ্রে আজমত উল্লা ভোট পেয়েছেন ৫৮ হাজার ২৫টি। অপর দিকে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন ভোট পেয়েছে ৬৮ হাজার ৮০০টি।

রাত দশটায় বেসরকারিভাবে প্রাপ্ত ৭৩ কেন্দ্রের ফলাফল থেকে জানা যায়, মোট ভোট পড়েছে ৮৯ হাজার ১৯৩। এর মধ্যে আজমত উল্লাহ পেয়েছেন ৩৫ হাজার ৮৮৬ ও জায়েদা খাতুন ৩৬৪৫৯ ভোট।

টঙ্গীতে আজমত উল্লা খানের বাড়িতে একেকটি কেন্দ্রের বিজয়ের ফল ঘোষণা হলেই আজমত উল্লা খানের সমর্থক ও নেতা-কর্মীরা উল্লাস করছেন।

ভোট চলাকালে নগরীর বিভিন্ন কেন্দ্রে যান আজমত উল্লা খান। বিকেলে ভোট গ্রহণ শেষে গাজীপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে ফিরে আসেন।

গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত