Ajker Patrika

মতিঝিলে ভবন থেকে লাফিয়ে পড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১৫: ৫৮
মতিঝিলে ভবন থেকে লাফিয়ে পড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর মৃত্যু

রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে ভবন থেকে লাফিয়ে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁর নাম হামিদা আক্তার (২৮)। পরিবারের দাবি, তিন বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

তাঁদের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার মহিষাশী গ্রামে। বাবার নাম মৃত আব্দুল হান্নান। হামিদা আক্তার স্বামী পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের সঙ্গে মতিঝিল এজিবি কলোনির ৩ নম্বর ভবনে থাকতেন।

হাসপাতালে স্বামী পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন বলেন, এক ছেলে ও এক মেয়ের জননী হামিদা। তিন বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তাঁকে দেখাশোনার জন্য বাসায় হামিদার মাও থাকেন। 

সাদ্দাম বলেন, সকালে তিনি গোসল করে বের হয়ে দেখেন, হামিদা বাসায় নেই। তখন সন্দেহ হলে বারান্দার গ্রিলের পকেট দিয়ে নিচে তাকিয়ে দেখেন, ভবনের নিচে পড়ে আছেন হামিদা। পরে নিচে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরবর্তী সময় থানায় খবর দেন তাঁরা।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ কনস্টেবলের স্ত্রী হামিদা কয়েক বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। সকালে বাসার গ্রিলের পকেট দিয়ে তিনি নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত