মাদারীপুর প্রতিনিধি
আহত ব্যক্তিরাই বোমা তৈরি করছিলেন। তাঁদের সঙ্গে আরও কারা জড়িত, সেটাও খুঁজে বের করা হবে। আপাতত আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা সুস্থ হলেই গ্রেপ্তার করা হবে। আজ বুধবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
মাদারীপুর জেলা পুলিশের তথ্য মতে, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে ইউপি সদস্য মান্নান মোল্লার বাড়ির একটি অব্যবহৃত ঘরে বসে হাতবোমা তৈরি করছিলেন কয়েকজন যুবক। রাত ১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই ঘরটির চাল ও বেড়া বিধ্বস্ত হয়। এ সময়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন ওই ইউনিয়নের মাথাভাঙা গ্রামের নুরাই বেপারীর ছেলে ইয়ামিন বেপারী ও দক্ষিণকান্দি গ্রামের মৌজালী শিকদারের ছেলে সুমন শিকদার। আহতরা উভয়েই ইউপি সদস্য মান্নান মোল্লার নির্বাচনী কর্মী। আর মান্নান মোল্লা বর্তমান ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া শিকদারের অনুসারী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। তবে তারা ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান। মূলত নির্বাচনী মাঠ উত্তপ্ত করতে বোমা হামলার পরিকল্পনা করেছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে।
এ ঘটনায় সোমবার রাতে কালকিনি থানার এসআই আবু সাঈদ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় আহত সিডিখান ইউনিয়নের মাথাভাঙা ইয়ামিন বেপারী ও দক্ষিণকান্দি গ্রামের সুমন শিকদারসহ ১২ জনকে আসামি করা হয়েছে। তাঁরা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা বলছেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে এলাকায় ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে হাতবোমা তৈরি করছিলেন তারা। আগামী ১১ অক্টোবর ওই ইউনিয়নে ভোট গ্রহণ হবে।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আসফাক রাসেল বলেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আহত দুই ব্যক্তি বোমা তৈরি করছিলেন। বোমা তৈরির সময় বিস্ফোরণে তাঁরা আহত হন। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
আহত ব্যক্তিরাই বোমা তৈরি করছিলেন। তাঁদের সঙ্গে আরও কারা জড়িত, সেটাও খুঁজে বের করা হবে। আপাতত আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা সুস্থ হলেই গ্রেপ্তার করা হবে। আজ বুধবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
মাদারীপুর জেলা পুলিশের তথ্য মতে, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে ইউপি সদস্য মান্নান মোল্লার বাড়ির একটি অব্যবহৃত ঘরে বসে হাতবোমা তৈরি করছিলেন কয়েকজন যুবক। রাত ১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই ঘরটির চাল ও বেড়া বিধ্বস্ত হয়। এ সময়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন ওই ইউনিয়নের মাথাভাঙা গ্রামের নুরাই বেপারীর ছেলে ইয়ামিন বেপারী ও দক্ষিণকান্দি গ্রামের মৌজালী শিকদারের ছেলে সুমন শিকদার। আহতরা উভয়েই ইউপি সদস্য মান্নান মোল্লার নির্বাচনী কর্মী। আর মান্নান মোল্লা বর্তমান ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া শিকদারের অনুসারী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। তবে তারা ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান। মূলত নির্বাচনী মাঠ উত্তপ্ত করতে বোমা হামলার পরিকল্পনা করেছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে।
এ ঘটনায় সোমবার রাতে কালকিনি থানার এসআই আবু সাঈদ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় আহত সিডিখান ইউনিয়নের মাথাভাঙা ইয়ামিন বেপারী ও দক্ষিণকান্দি গ্রামের সুমন শিকদারসহ ১২ জনকে আসামি করা হয়েছে। তাঁরা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা বলছেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে এলাকায় ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে হাতবোমা তৈরি করছিলেন তারা। আগামী ১১ অক্টোবর ওই ইউনিয়নে ভোট গ্রহণ হবে।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আসফাক রাসেল বলেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আহত দুই ব্যক্তি বোমা তৈরি করছিলেন। বোমা তৈরির সময় বিস্ফোরণে তাঁরা আহত হন। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্জাক ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব হাওলাদার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি ১০ তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেফেসবুকে আওয়ামী লীগের ভিডিও শেয়ার দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত দেলোয়ার হোসেন ওরফে বগা (৩৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
২৯ মিনিট আগেরাজশাহীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। আলেম, ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহীর ব্যানারে আজ সোমবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
৩৭ মিনিট আগে