প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি স্বাধীনতা–সচেতন নাগরিক সমাজের

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৯: ৫৭
Thumbnail image

রাজধানীর শহীদ মিনারে প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবিতে স্বাধীনতা–সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন থেকে প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি তোলা হয়। 

মানববন্ধনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক জিনাত হুদা, ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম অহিদুজ্জামান, মনোরঞ্জন ঘোষাল, প্রথম আলোর বিরুদ্ধে মামলা দায়েরকারী মশিউর মালেক প্রমুখ বক্তব্য রাখেন। 

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ অভাবনীয় উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। উন্নত দেশগুলোতে বাংলাদেশের নাম উন্নয়নের রোল মডেল হিসেবে বারবার উচ্চারিত হয়। একই সঙ্গে একটি নির্বাচিত সরকারের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে নির্বাচন এগিয়ে আসছে। এ সময়ে নানা অপকৌশল শুরু হয়েছে। এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া সাংস্কৃতিক অঙ্গনের মৌলিক দায়িত্ব। একটি বিশেষ পটভূমির উদ্দেশ্যে আমাদের স্বাধীনতাকে কটাক্ষ করা হয়েছে। যে সকল পত্রিকা এ সকল অপকর্মে যুক্ত আছে তাঁদের বিরুদ্ধে সকলের সম্মিলিত সোচ্চার হওয়াই সময়ের দাবি। মহান স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখতে আমাদের এ ধরনের প্রয়াস অব্যাহত থাকবে।’ এক–এগারোর কুশীলবরা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করতে সচেতনভাবে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

মানববন্ধনে প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি তোলা হয়পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্বাধীনতাকে কলুষিত করতে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে কোনো না কোনো সময়, কোনো না কোনো রূপে ষড়যন্ত্রকারীরা সচেতন থেকেছে, বঙ্গবন্ধুর জীবিত অবস্থায় আমরা দেখেছি উত্তরবঙ্গের বাসন্তীকাকে জাল পরিয়ে মিথ্যা প্রচার করছিল তৎকালীন সময়ের একটা বহুল প্রচারিত দৈনিক, ঠিক একইভাবে স্বাধীনতা দিবসের দিনে একটি বহুল প্রচারিত পত্রিকার অনলাইন একজন অর্বাচীন সাংবাদিক, বিপথগামী ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাংবাদিক একটি শিশুকে নিয়ে যে ষড়যন্ত্রের জাল বুনলো আমি একজন সংবাদ কর্মী ও সাংবাদিকতার ছাত্র হিসেবে বলছি—এসব হঠাৎ করে হয়নি, একজন মফস্বল সংবাদ দাতা সংবাদ পাঠিয়ে দিল আর সেটি ফলাও করে প্রচার করে দিল, এটা কোনো থিওরিতে পড়ে না।’ স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে সুপরিকল্পিতভাবে এটি করা হয়েছে—বলে মন্তব্য করেন তিনি। 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—চিত্রনায়ক রিয়াজ, চিত্রশিল্পী মনিরুজ্জামান, সংগীতশিল্পী শুভ্র দেব, অভিনয় শিল্পী আহসানুল হক মিনু, শাহেদ শরীফ খান, তানভীন সুইটি, ঊর্মিলা শ্রাবন্তী কর, আনজাম মাসুদ, শামীমা তুষ্টি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত